BSF : সতর্ক করা সত্বেও সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, নিকেশ পাক অনুপ্রবেশকারী

Uncategorized

নিউজ পোল ব্যুরোঃ ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তাপের আবহে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সুযোগ পেলেই জঙ্গি বা চর অনুপ্রবেশের চেষ্টা করে পাকিস্তান। পাকিস্তানও শোধরাবার নয়। ভারত-পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ বিরোধী অভিযানে এক পাক অনুপ্রবেশকারীকে গুলি করে নিকেশ করেছে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ (BSF)।

গুজরাটের বনসকাঁথা জেলায় সীমান্তরক্ষী বাহিনী (BSF) পাকিস্তানি অনুপ্রবেশকারীর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। আধিকারিকরা শনিবার জানিয়েছেন ২৩শে মে রাতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করা হয়। বিএসএফ সদস্যদের বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও, ব্যক্তিটি এগিয়ে যেতে থাকে এবং ঘটনাস্থলেই তাকে গুলি করা হয়। ২২ এপ্রিলের পহেলগাঁওতে হামলা এবং পরবর্তী সামরিক উত্তেজনা বৃদ্ধির পর ভারত-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পটভূমিতে এই ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: পাকিস্তান সন্ত্রাসের ‘পোষা জন্তু’, টোকিও থেকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কাশ্মীরের পহেলগাঁওতে হামলার পর থেকেই ভারত-পাক সীমান্তে নজরদারি আরও বৃদ্ধি করেছে বিএসএফ (BSF)। বিশেষ করে জম্মু-কাশ্মীর সীমান্তে। ভারত জুড়েও চলছে পাক চরদের খোঁজে তল্লাশি। বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। যারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর হয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। ভারতীয় সেনার ও ভারতের বেশ অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্যও পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে বলেই খবর মিলেছে। এমনকি পহেলগাঁও হামলার বদলা হিসেবে অপারেশন সিঁদুর-এর অভিযান চলাকালীনও ৪০-৫০ জন জঙ্গিকে অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছিল পাকিস্তান। যা ভারতীয় সেনার ব্যর্থ করে দিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT