নিউজ পোল ব্যুরোঃ ট্রাভেল ভ্লগিং-এর পিছনে চলছি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি (Spying For Pak)। হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালোহোত্রাকে গ্রেফতারের পর থেকে ভারতে থেকে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্তদের খুঁজে বের করছে গোয়েন্দারা। হরিয়ানা, উত্তরপ্রদেশের পর এবার পাক চর সন্দেহে গুজরাট (Gujarat)থেকে গ্রেফতার এক ব্যক্তি। পুলিশ জানতে পেরেছে ভারতীয় বায়ুসেনার গোপন তথ্য পাকিস্তানের ISI এজেন্টের হাতে তুলে দিচ্ছিল ওই ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সহদেব সিং গোহিল কচ্ছের বাসিন্দা এবং একজন স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করতেন। গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড (STF)-এর সিনিয়র আধিকারিক কে সিদ্ধার্থ জানিয়েছেন ২৮ বছর বয়সী ওই তরুণ ২০২৩ সালে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অদিতি ভরদ্বাজ নামে একজন এজেন্টের সংস্পর্শে আসেন। তিনি তাকে নতুন নির্মিত বা নির্মাণাধীন আইএএফ এবং বিএসএফ সাইটের ছবি এবং ভিডিও পাঠিয়েছিলে। শীর্ষ কর্তা বলেছেন, “আমাদের কাছে তথ্য ছিল যে সে একজন পাকিস্তানি এজেন্টের সাথে বিএসএফ এবং আইএএফ সম্পর্কিত তথ্য ভাগ করে নিচ্ছিল।” এই খবর পাওয়ার পরেই, ১ মে গোহিলকে প্রাথমিক তদন্তের জন্য ডাকা হয়, যেখানে এসটিএফ জানতে পারে যে পাকিস্তানি এজেন্ট তার কাছে আইএএফ(IAF) এবং বিএসএফ(BSF) সাইটের ছবি এবং ভিডিও চেয়েছিল। কে সিদ্ধার্থ আরও জানিয়েছেন, “২০২৫ সালের শুরুতে, সে তার আধার কার্ডে একটি সিম কার্ড কিনেছিল এবং একটি OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) ব্যবহার করে অদিতি ভরদ্বাজের জন্য সেই নম্বরে হোয়াটসঅ্যাপ সক্রিয় করেছিল। এরপর, বিএসএফ এবং আইএএফ সম্পর্কিত সমস্ত ছবি এবং ভিডিও সেই নম্বরে শেয়ার করা হয়েছিল।”
আরও পড়ুনঃ BSF : সতর্ক করা সত্বেও সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, নিকেশ পাক অনুপ্রবেশকারী
ফরেনসিক পরিক্ষায় দেখা গিয়েছে গোহিল যে নম্বরগুলি ব্যবহার করে তথ্য শেয়ার করছিল তা পাকিস্তান থেকে পরিচালিত হত। গোহিলকে একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ৪০,০০০ টাকা নগদও দিয়েছিল। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে পাক চরদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোহিল একজন ইউটিউবার, একজন ব্যবসায়ী এবং একজন নিরাপত্তারক্ষী সহ দশজনেরও বেশি ব্যক্তি মধ্যে একজন যাদের পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির (Spying For Pak) অভিযোগে গ্রেফতার করা হয়েছে।