India Global Peace: বিশ্বমঞ্চে ভারতের কণ্ঠস্বর: থারুরের নেতৃত্বে শান্তির মিশন, সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় বার্তা

দেশ

নিউজ পোল ব্যুরো: সন্ত্রাসবাদ (Terrorism) ইস্যুতে আর নীরব নয় ভারত। পহেলগাঁও হামলার পর (Pahalgam Terror Attack) আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের মুখোশ খুলে দিতে কূটনৈতিক ময়দানে নেমেছে দিল্লি (Delhi)। কেন্দ্রের উদ্যোগে গঠিত হয়েছে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল, যাদের পাঠানো হচ্ছে বিশ্বের ৩৩টি দেশে। এই কূটনৈতিক অভিযানে শুক্রবার (Friday) একটি শক্তিশালী প্রতিনিধি দল বিদেশ যাত্রা (India Global Peace) শুরু করেছে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে।

আরও পড়ুন: India VS Pakistan: জল নয়, এবার জবাব! পাকিস্তানকে রুখতে ভারতের বড় পদক্ষেপ

বিদেশযাত্রার আগে এক ভিডিও বার্তায় থারুর (Shashi Tharoor) জানান, “আমি ও আমার সহযাত্রীরা গায়ানা, পানামা, কলম্বিয়া, ব্রাজিল এবং আমেরিকার (America) উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটি কেবল একটি সফর নয়, এটি শান্তির বার্তা বহনকারী এক আশা-ভিত্তিক মিশন (India Global Peace)।” তিনি জোর দিয়ে বলেন, “জঙ্গিরা আমাদের দেশের মাটিতে যে নির্মম হত্যালীলা চালিয়েছে, তার বিরুদ্ধে ভারতের অবস্থান আমরা সুস্পষ্ট করব। ভারত কখনও সন্ত্রাসের বিরুদ্ধে চুপ থাকতে পারে না এবং থাকবে না।”

থারুর (Shashi Tharoor) আরও জানান, “এই সফরে আমরা অপারেশন সিঁদুরের গুরুত্বও তুলে ধরব, যা ছিল জঙ্গিদের বিরুদ্ধে ভারতের প্রত্যুত্তরের প্রতীক। আমরা বিশ্বকে জানাতে চাই, ভারত শান্তি, (India Global Peace) গণতন্ত্র ও মানবিকতার পক্ষে দাঁড়িয়েছে—ঘৃণা ও সন্ত্রাসের বিপক্ষে।”

এই দলে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, যার মধ্যে আছেন বিজেপির তেজস্বী সূর্য ও শশাঙ্ক মণি ত্রিপাঠী, শিবসেনার মিলিন্দ দেওরা, টিডিপির জি এম হরিশ বালাযোগী, এলজেপির শাম্ভবী চৌধুরী, জেএমএম-এর সরফরাজ আহমেদ এবং প্রাক্তন কূটনীতিক তারাঞ্জিত সিং।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT