কলকাতার কালীঘাট এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার (Bangladeshi citizen arrested in Kolkata) করেছে পুলিশ, যিনি প্রায় দু’বছর ধরে বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই ভারতে বসবাস করছিলেন। একটি পথদুর্ঘটনাই এই অনুপ্রবেশকারীকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে, যা অবৈধ অনুপ্রবেশের ঘটনাকে নতুন করে সামনে আনল।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ মে সকাল সাড়ে ৬টা নাগাদ আজাদ শেখ নামের ওই ব্যক্তি কলকাতার সদানন্দ রোডে গাড়ি নিয়ে নেতাজিনগর থানার এএসআই সুষেণ দাসকে ধাক্কা মারেন। এই ঘটনায় গুরুতর আহত হন ওই পুলিশকর্মী। তাঁর বাঁ পা ভেঙে যায় এবং মুখ ও হাতের কব্জিতেও চোট লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে এসএসকেএম এবং পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় দ্রুত আজাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয় এবং সেই ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/05/25/suvendu-adikari-criticizes-mamata-banerjee-niti-aayog-absence/
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ শেখ নিজেকে উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা বলে দাবি করেন। কিন্তু তাঁর কিছু নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে পুলিশের সন্দেহ হয়। দেখা যায়, তাঁর দেওয়া অধিকাংশ নথিই জাল এবং পুলিশের কাছে দেওয়া বয়ানেও তিনি মিথ্যা তথ্য দিয়েছেন। এই অসঙ্গতি দেখে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয় এবং নিবিড় তদন্ত শুরু হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
পরবর্তী পুলিশি তদন্তে আজাদের আসল পরিচয় ফাঁস হয়ে যায়। পুলিশ নিশ্চিত হয় যে, ওই ব্যক্তি আদতে বাংলাদেশের নাগরিক (Bangladeshi citizen arrested in Kolkata) এবং বেআইনিভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন। এরপর কালীঘাট থানা ওই গ্রেফতার হওয়া ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। আজাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনাটি আবারও প্রমাণ করে দিল যে, কীভাবে কিছু ব্যক্তি আইনকে ফাঁকি দিয়ে দিনের পর দিন অবৈধভাবে ভারতে বসবাস করছে এবং একটি আকস্মিক ঘটনাই তাদের পরিচয় ফাঁস করে দিচ্ছে। এই গ্রেফতারি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।