মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জম্মু ও কাশ্মীর সফর সম্পন্ন করে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল তাদের সফরের পূর্ণাঙ্গ রিপোর্ট মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee Kashmir report) কাছে জমা দিতে যাচ্ছে। তৃণমূল সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এই গুরুত্বপূর্ণ রিপোর্ট মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/05/25/terminated-teachers-protest-supreme-court-reconsideration/
প্রতিনিধিদলে ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, মমতাবালা ঠাকুর, সাগরিকা ঘোষ এবং রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গিহানায় ২৬ জনের মর্মান্তিক মৃত্যু এবং ভারত-পাকিস্তান সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণের প্রেক্ষিতে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এই প্রতিনিধি দল পাঠানো হয়েছিল।
তারা সীমান্তবর্তী পুঞ্চ ও রাজৌরীর ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন, যেখানে তারা স্থানীয় বাসিন্দা, পর্যটন ব্যবসায়ী, হাসপাতালের চিকিৎসাধীন আহত ব্যক্তি এবং জঙ্গি গোলাবর্ষণে নিহত ১৭ জনের পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেন। এছাড়া, সীমান্ত সংঘর্ষে বহু বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিনিধি দল সরেজমিনে এসব এলাকার ক্ষতি ও মানুষের দুর্দশা অবলোকন করেন।
রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তারা ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং বর্ষীয়ান রাজনৈতিক নেতা ফারুক আবদুল্লাহর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Kashmir report) সামাজিক মাধ্যমে এই প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তারা শোকাহত পরিবারগুলোর কাছে সহানুভূতির বার্তা পৌঁছে দিয়েছে এবং সংকটের সময় মানুষের পাশে থাকার এক নজির স্থাপন করেছে।” তিনি উল্লেখ করেন, এই সফর জনগণের প্রতি রাজনৈতিক প্রতিনিধিত্ব ও সহানুভূতির মেলবন্ধনের প্রতিফলন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
তৃণমূল নেতৃত্ব মনে করছে, কাশ্মীর ইস্যুতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার ক্ষেত্রে এই রিপোর্ট দলের অবস্থানকে শক্তিশালী করবে এবং সেখানকার প্রকৃত অবস্থা জাতীয় পর্যায়ে তুলে ধরবে। তারা আশা করছে, কেন্দ্রীয় সরকার কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করবে।