নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তোলাবাজি ও বেআইনিভাবে হকার উচ্ছেদের প্রতিবাদে নিউ মার্কেট থানা ঘেরাও করল হকার সংগ্রাম কমিটি। মঙ্গলবার হকার সংগ্রাম কমিটি কলকাতা পৌর সংস্থার সামনে মিছিল করে নিউ মার্কেট থানায় ডেপুটেশন জমা দেয়। এদিনের বিক্ষোভ মিছিল প্রাক্তন কাউন্সিলর ও হকার সংগ্রাম কমিটির নেতা দেবাশীষ দাসের নেতৃত্বে করা হয়। নিউ মার্কেট ঘুরে ঘুরে বিক্ষোভ দেখায় হকার সংগ্রাম কমিটির সদস্যরা।
নিউ মার্কেট অঞ্চলে চলছে বেআইনি ভাবে হকার বসানোর কাজ। অভিযোগ টাউন ভেন্ডিং কমিটির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে এই কাজ। সংগঠনের তরফে এদিন দেবাশীষ দাস অভিযোগ করেন, তাঁরা বাধ্য হয়ে এই মিছিলের আয়োজন করেছে কারণ পুজোর সুযোগ নিয়ে অবৈধভাবে পিচ রাস্তায় হকার বসিয়ে দেওয়া হচ্ছে। দেবাশীষ দাস এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনবেন বলে জানিয়েছেন।
তাঁর দাবি, এই বিষয়ে কলকাতা পৌর সংস্থার মেয়র পরিষদ দেবাশীষ কুমার এবং ভেন্ডিং কমিটির কে- চেয়ারম্যানকেও জানিয়েছেন। তারপরেও এই ধরণের কাজ হলে আগামীদিনে এটি আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন দেবাশীষ দাস।