নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এবার দুয়ারে লাইসেন্স কর্মসূচি হাওড়ায়। হাওড়া পুরসভার উদ্যোগে ফিস মার্কেটে ‘দুয়ারে লাইসেন্স’। হাওড়া পুরসভার উদ্যোগে এবার ‘দুয়ারে লাইসেন্স’ কর্মসূচির সূচনা হল। বুধবার আনুষ্ঠানিকভাবে হাওড়া ফিস মার্কেট থেকে সূচনা হয় এই কর্মসূচির।
সূচনা করেন হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য রিয়াজ আহমেদ সহ অন্যান্যরা। এদিন হাওড়া পাইকারি মাছের আড়তে শিবির করে সেখানকার প্রায় ২৫ জন ব্যবসায়ীর হাতে পুরসভার তরফে ট্রেড লাইসেন্স তুলে দেওয়া হয়। ওই এলাকায় যেসব ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স এখনও নেই তাঁদের হাতেও একইভাবে ট্রেড লাইসেন্স তুলে দেওয়া হবে বলে পুরসভা সূত্রে খবর। এই কাজের জন্য প্রয়োজনীয় নথিপত্রও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হচ্ছে।
হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী এই বিষয়ে মন্তব্য করে বলেন, ‘হাওড়ার বিভিন্ন মার্কেট কমপ্লেক্স এলাকায় এইভাবে শিবির করে যাঁদের এখনও ট্রেড লাইসেন্স নেই তাঁদের হাতে ওই ট্রেড লাইসেন্স তুলে দেওয়া হবে। এদিন ফিস মার্কেট থেকে আমাদের এই কর্মসূচি শুরু হল। আগামী দিনেও চলবে’। এই নতুন উদ্যোগের ফলে সুবিধা হবে ব্যবসায়ীদের বলে আশাবাদী তারা। এর ফলে সহজভাবে আরও দ্রুত ও সহজে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স পাবে।