নিজস্ব প্রতিনিধি,নদিয়া: ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাঙ্ক থেকে ফেনসিডিল অভিযান! পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নদিয়া (Nadia) জেলার কিষাণগঞ্জ থানার অন্তর্গত মাঝদিয়া শহরের নাঘাটা এলাকায় দক্ষিণবঙ্গ সীমান্তের ৩২ ব্যাটেলিয়ান একটি বিশাল অভিযান চালায় সীমান্ত নিরাপত্তা বাহিনী। অভিযান চলাকালীন ৩ টি ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাঙ্ক থেকে ৬২ হাজার ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে,যার আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লক্ষ ৫৮ হাজার ৪৪৪ টাকা।

২৪ জানুয়ারি ২০২৫ বিএসএফের দক্ষিণ বেঙ্গল সীমান্তের ৩২ ব্যাটেলিয়ান একটি গোপন এবং নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করেন। দুপুর ২.৪৫ মিনিটে বিএসএফের টুঙ্গি বর্ডার আউটপোস্টের কর্মীরা নদিয়া (Nadia) জেলার মাঝদিয়া শহরের নাঘাটা এলাকায় অভিযান শুরু করেন।
Summer Tips: সস্তায় পুষ্টি? দিদিমার পুরনো কৌশলেই মিলবে সমাধান
তল্লাশি অভিযানটি সুপরিকল্পিত ছিল,যার ফলস্বরূপ তিনটি ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাঙ্ক পাওয়া যায়। এর মধ্যে দুটি ট্যাঙ্ক ঘন গাছপালার নিচে এবং একটি ট্যাঙ্ক সিজিআই শিট দিয়ে তৈরি কুঁড়েঘরের নিচে রাখা ছিল। ট্যাঙ্কগুলির মধ্যে মোট ৬২ হাজার ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
বিএসএফ মুখপাত্র এই সাফল্যের প্রশংসা করে বলেন, এটি শুধুমাত্র বাহিনীর সদস্যদের অঙ্গীকার এবং সতর্কতার ফল নয় এটি তাঁদের দেশপ্রেমেরও প্রতীক।

এই অভিযানটি মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধের একটি বড় পদক্ষেপ। বিএসএফ জানিয়েছে, তারা এই চোরাচালান নেটওয়ার্কের আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে,যা ভবিষ্যতে আরও বড় ধরনের তথ্য প্রকাশ করতে পারে।
https://www.youtube.com/@newspolebangla
এই বিষয়ে প্রাক্তন সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস জানালেন, বাড়ির ভিতরে এই ধরনের লুকোনো বাঙ্কারকে বলা হয়, ডুয়াল পারপাস হাট। অর্থাৎ যা উপর উপর দেখতে মনে হবে, ওই বাড়িতে কেউ থাকছে। হয়ত সেখানে ভিতরে ভিতরে অবৈধ কার্যকলাপ চলছে। এই সব বাঙ্কারে চালানো হয় অবৈধ কারবার।