Book fair: বইমেলা উপলক্ষে বিশেষ মেট্রোর আয়োজন

কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Book fair), যা করুণাময়ী এলাকার বইমেলা (Book fair) প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও বইপ্রেমীদের ভিড়ে জমজমাট হবে এই মেলা। বইমেলায় যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে ইস্ট-ওয়েস্ট মেট্রো শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বাড়তি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!

বইমেলা চলাকালীন, অর্থাৎ ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত, সোম থেকে শনিবার শিয়ালদহ ও সেক্টর ফাইভের মধ্যে মোট ১২২টি ট্রেন পরিষেবা দেওয়া হবে আপ এবং ডাউন রুট মিলিয়ে। দুপুর ২টা থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত ১২ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে। রবিবারেও এই পরিষেবা চালু থাকবে। শিয়ালদহ থেকে দুপুর ২টা ১৫ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে এবং রাত ৯টা ৩৫ মিনিটে শেষ ট্রেনটি ছাড়বে। করুণাময়ী এলাকায় মেট্রো স্টেশন থাকার কারণে যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে।ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অতিরিক্ত পরিষেবার উদ্যোগ বইমেলার সময় যাত্রীদের ভিড় সামলাতে এবং তাদের সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে

https://www.youtube.com/@newspolebangla

শিয়ালদহ ও সেক্টর ফাইভের মধ্যে সোমবার থেকে শনিবারের মধ্যে প্রতিদিন আপ ও ডাউন লাইনে ১০৬টি মেট্রো চলে। কিন্তু বইমেলার সময়ে সংখ্যাটা বেড়ে হচ্ছে ১২২। আপ লাইনে চলবে ৬১টি মেট্রো। ডাউন লাইনেও সমসংখ্যক মেট্রো চলবে। তবে অন্যান্য দিন সকালের যে সময়ে প্রথম মেট্রো চলে বইমেলার সময়েও প্রত্যহ তাই চলবে। রাতের শেষ মেট্রোর ক্ষেত্রেও সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

Jumbo guava: বাজার কাঁপাচ্ছে হাইব্রীড পেয়ারা

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে। উল্টোপথে প্রথম মেট্রো সাতটা বেজে পাঁচ মিনিটে। শিয়ালদহ থেকে রাতের শেষ মেট্রো ৯টা ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে। বইমেলা যতদিন চলবে ততদিন দুপুর ২টো বেজে ৫ মিনিট থেকে রাত ৯টা বেজে ১৫ মিনিটের মধ্যে প্রতি ১২ মিনিট অন্তর পরিষেবা পাওয়া বলে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে। বইমেলা পার্কের সবথেকে কাজের স্টেশন হিসাবে থাকছে করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক। যাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা থাকছে এই দু’টি স্টেশনেও।