নিউজপোল ব্যুরো: ধর্মস্থান হল আধ্যাত্মিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। মন্দির একটি পবিত্র স্থান যেখানে মানুষ ঈশ্বরের প্রতি প্রার্থনা করতে আসেন। এটি বিশ্বাসের এবং আধ্যাত্মিকতার কেন্দ্রস্থল, যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। মন্দিরে গেলে যেমন একদিকে অন্তরের শান্তি মেলে অন্যদিকে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা পাওয়া যায়। আর সেই মন্দিরেই দিন দিন ভক্তদের অশালীন পোশাক পরতে দেখা যাচ্ছে যা অন্যান্য ভক্তদের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। তাই এবার থেকে এক নয়া বিধিনিষেধ চালু করল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির কর্তৃপক্ষ (Maharashtra) ।
https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/
এবার থেকে মন্দিরে ঢুকতে গেলে ভক্তদের শালীন এবং শরীর ঢাকা পোশাক পরতে হবে। বিধিনিষেধ না মানলে মন্দিরে (Maharashtra) প্রবেশ করতে দেওয়া হবে না। মঙ্গলবার মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরে এ বিষয়ে একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছেন মন্দির কতৃপক্ষ। এই নিয়মের আওতায় ছোট স্কার্ট বা খোলামেলা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, বিভিন্ন ভক্তদের থেকে অনেকদিন ধরেই অভিযোগ আসছিল কিছু ভক্ত অশালীন পোশাক পরে মন্দিরে আসেন যা অন্য ভক্তদের জন্য অস্বস্তির হয়ে দাঁড়ায়। এই কারণে ভক্তদের সুবিধার জন্য নতুন পোশাক বিধিনিষেধ নিয়ম চালু হয়েছে।https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রতিদিনই ভক্তদের বিশাল ঢল দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এই মন্দির দর্শন করতে আসেন। সিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার সন্দীপ রাঠৌর জানিয়েছেন, ১৬ জানুয়ারি মন্দির কতৃপক্ষ একটি বৈঠক করেন এবং সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেসব ভক্তরা ভিন রাজ্য থেকে আসবেন কিংবা নতুন নিয়ম সম্পর্কে জানেন না তাঁদের জন্য বিকল্প পোশাকের ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে।https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের (Siddhi Vinayak Temple) শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল ট্রাস্ট মঙ্গলবার পোশাকবিধি জারি করেছে। বলা হয়েছে, আগত পুণ্যার্থীদের শালীন পোশাক পরতে হবে। ছেঁড়া ফাটা পোশাক বা শর্ট স্কার্ট পরে ঢোকা যাবে না মন্দিরে। যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরে আসতে হবে সকলকে। এমনকি ভারতীয় পোশাক পরাই শ্রেয় বলেও জানিয়েছে সিদ্ধিবিনায়ক মন্দিরের শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল ট্রাস্ট। বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকে অশোভনীয় পোশাক পরে এলে ঢোকা যাবে না মন্দিরে। শুধু শর্ট স্কার্টই নয়, ছেঁড়া জিনস বা ট্রাউজার্স, শরীর দেখা যায় এমন স্বচ্ছ জামাকাপড় বা খোলামেলা পোশাক পরে মন্দিরে ঢুকতে পারবেন না কেউ। মন্দিরের ভিতরে তো বটেই, মন্দির চত্বরের কোথাও অশোভনীয় পোশাক পরে আসা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়।