নিজস্ব প্রতিনিধি, কলকাতা: L-20 বাসস্ট্যান্ড ধর্মতলা থেকে সরানো হচ্ছে। সেখান থেকে আর বাস ধরতে পারবেন না যাত্রীরা। মেট্রোর কাজের জন্যই সরানো হচ্ছে এই বাস স্ট্যান্ড। এর বদলে পূর্ব-পশ্চিম মেট্রোর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের গেট থেকে অল্প দূরে এই শতাব্দী প্রাচীন স্ট্যান্ডটি সরিয়ে নেওয়া হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন বাসস্ট্যান্ডের জন্য এরই মধ্যে আট হাজার বর্গমিটার জমি চিহ্নিত করা হয়েছে। টিকিট কাউন্টার থেকে শুরু করে টয়লেট ও চালকের বিশ্রাম কক্ষ নির্মাণ করা হবে সেখানে। WBTC, SBSTC, NBSTC একসঙ্গে এই টার্মিনাস থেকে প্রতিদিন ৩০০-৩৫০ বাস চলাচল করে। প্রতিদিন হাজার হাজার মানুষ বাস ধরতে আসেন।
সোমবার রাজ্য সরকার এবং মেট্রো আধিকারিকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধান মার্কেট এবং L-20 বাসস্ট্যান্ড এলাকায় মেট্রোর কাজ চলবে। তাই এই দু’টি জায়গা থেকেই বাস স্ট্যান্ড স্থানান্তর করা হবে। নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর, হাওড়া ময়দান সেক্টর ৫ এবং জোকা এসপ্ল্যানেড এই এলাকার তিনটি মেট্রো হবে। তিনতলা স্টেশন হবে। যাত্রীরা এক মেট্রো থেকে নেমে অন্য মেট্রোতে উঠতে পারবেন। ফলে বড় ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আর সে কারণেই এই বাসস্ট্যান্ড এগিয়ে যাচ্ছে।
নতুন বাসস্ট্যান্ড কোথায় হবে তা জানতে চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছে মেট্রো। সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারী মাসের শেষ নাগাদ এই স্ট্যান্ডটি তৈরি হবে। উল্লেখ্য, এর আগে কলকাতা হাই এই এলাকা থেকে বাস স্ট্যান্ডগুলো সরাতে বলেছিল। ফলে এই অবস্থান তুলে নেওয়া হলে সরকার আদালতের নির্দেশ মেনে চলবে। তবে এই এলাকা থেকে প্রাইভেট বাস চলবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর শুধু এই বাস স্ট্যান্ড নয়, বিধান মার্কেটও সরিয়ে নেওয়া হবে। রাণী রাসমণি অ্যাভিনিউ ও সিধু কানহু ডহরের মধ্যে বিধান মার্কেটের দোকান তৈরি করা হবে। একটি দ্বিতল ভবন নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে। শুধু দোকানপাট নয়, ফুড কোর্ট, পার্কিং লট ও টয়লেটও থাকবে বলে জানা গেছে। তাই অপেক্ষা এখন শুধুই সময়ের, তারপরেই নতুন ভাবে সেজে উঠবে এই ধর্মতলার বাস স্ট্যান্ড।