Dooars: এলফিতে সেলফি

জেলা ভ্রমণ রাজ্য

নিউজ পোল ব্যুরো:- ডুয়ার্সের (Dooars) প্রাকৃতিক সৌন্দর্য্য ও বন্যপ্রাণের অটুট সম্পর্ককে নতুনভাবে উপভোগ করার এক অনন্য সুযোগ তৈরি করেছে গরুমারা বন্যপ্রাণ বিভাগ। সম্প্রতি সেখানে (Dooars) শুরু হয়েছে এক নতুন উদ্যোগ, যার নাম দেওয়া হয়েছে ‘এলফি জোন’। এই উদ্যোগের মাধ্যমে পর্যটকরা এখন হাতিদের সঙ্গে সেলফি তোলার এক বিরল অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

এলফি জোন হল একটি বিশেষ স্থান যেখানে পর্যটকরা কুনকি হাতিদের সঙ্গে স্মৃতি সঞ্চয় করতে পারবেন। হাতির সঙ্গে সেলফি তোলার জন্য জনপ্রিয় এই উদ্যোগটি চালু হয়েছে জলপাইগুড়ির ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে। তবে হাতিদের সঙ্গে সরাসরি কোনো শারীরিক যোগাযোগ করা যাবে না। নিরাপদ দূরত্বে থাকা ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে পর্যটকরা হাতির সঙ্গে দারুন কিছু ছবি তুলতে পারবেন।

নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I

এই নতুন অভিজ্ঞতার অংশ হিসেবে মাধুরী, হিলারি, ডায়নার মতো কুনকি হাতির সঙ্গে দেড় ঘন্টা কাটানোর সুযোগ পাবেন পর্যটকেরা। আগে এই ক্যাম্পে পর্যটকরা হাতিদের স্নান করাতে পারতেন, কিন্তু তা এখন বন্ধ। তবে এলফি জোন তাঁদের জন্য নতুন আকর্ষণ হয়ে দাঁড়াবে যেখানে হাতিদের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাওয়া যাবে।


ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে হাতিদের দেখভালের দায়িত্বে আছেন মাহুত ও পাতাওয়ালারা। চলতি শীতের মরশুমেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে ‘এলফি জোন’। বন দফতর শীঘ্রই এই উদ্যোগের সম্পর্কে আরও বিস্তারিত ঘোষণা করবে, যেমন কবে থেকে এটি শুরু হবে, কোন সময়ে যেতে পারবেন পর্যটকরা এবং একসঙ্গে কতজন পর্যটক এই অভিজ্ঞতা নিতে পারবেন। তবে এরই মধ্যে এই নতুন উদ্যোগটি নিয়ে পর্যটকদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা গিয়েছে। ডুয়ার্সের অপূর্ব সৌন্দর্য এবং হাতিদের সঙ্গে মানবিক সান্নিধ্যের মিলনে ‘এলফি’ হয়ে উঠবে একটি অমুল্য অভিজ্ঞতা। তাই অপেক্ষা এখন শুধুই সময়ের।