ত্রিবেণী কুম্ভের নিরাপত্তা নিয়ে তৎপর প্রশাসন

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হুগলি: বাঁশের খুঁটি নয়, শাল বল্লা দিয়ে মঞ্চ করার নির্দেশ। ত্রিবেণী কুম্ভ মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসন এবার ব্যাপক সতর্কতা গ্রহণ করেছে। যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর প্রশাসন। হুগলির গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন শুক্রবার কুম্ভ মেলার ঘাট মাঠ পরিদর্শন করেছেন এবং মেলা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন।

সপ্তর্ষি ঘাটের বিপরীতে শিবপুর ফুটবল মাঠে কুম্ভের মূল মঞ্চ তৈরি হচ্ছে। সেখানে ভূমি পুজো হয়ে কুম্ভের ধ্বজা তোলা হয়েছে। সেখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাধুদের আখড়াও তৈরি হবে। তবে পুলিশ সুপার মঞ্চ তৈরির কাজ দেখে উদ্বেগ প্রকাশ করেন, কারণ বাঁশের খুঁটিতে তৈরি হওয়া মঞ্চটি তেমন শক্তপোক্ত ছিল না। তিনি অবিলম্বে মঞ্চ নির্মাণের জন্য শালবল্লা দিয়ে মজবুত খুঁটি ব্যবহারের নিদেশ দেন। এছাড়া, মঞ্চের ফিট সার্টিফিকেট ছাড়া তার ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে জানান তিনি।

পুলিশ সুপার বলেন, ‘১০ তারিখ থেকে নো এন্ট্রি শুরু হবে, তবে যদি প্রয়োজন হয়, তা শিথিলও করা হবে। তবে সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয়, তা নিশ্চিত করা হবে। আমাদের লক্ষ্য কুম্ভ মেলায় যোগ দিতে আসা পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোন ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেটা দেখা। অ্যাম্বুলেন্স এবং জরুরি গাড়ির চলাচলের জন্য রাস্তা খালি থাকবে। মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার দিনেও নজর রাখা হবে যেন শিক্ষার্থীরা কোন সমস্যায় না ভোগে।’

গতবারের থেকেও এবার প্রশাসন আরও সতর্ক। বিশেষ করে প্রভাবিত এলাকাগুলিতে পুলিশের উপস্থিতি বাড়ানো হবে। সব দফতরকে নিয়ে একাধিক বৈঠক করা হয়েছে। বৃহস্পতিবার মহকুমাশাসক অন্য আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেছেন। জানিয়েছেন রিফিউজি ক্যাম্পে নাগা সাধুদের রাখা যাবে না। তাঁদের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করতে হবে। এবার ত্রিবেণী কুম্ভমেলা হয়ে উঠবে আরও নিরাপদ এবং সুন্দর, যেখানে পুণ্যার্থীদের নিরাপত্তা থাকবে শীর্ষে জানিয়েছে প্রশাসন।