নিউজ পোল স্পোর্টস ব্যুরো: যে ভয়টা ছিল, শেষমেশ সেটাই হল। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) থেকে ছিটকে গেলেন জশপ্রীত বুমরাহ্ (Jasprit Bumrah)। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টের শেষদিনে পিঠে পুরনো চোটের জায়গাতেই চোট পেয়েছিলেন বুম বুম। এরপর আর বল করতে পারেননি ওই টেস্টে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গেলেন তিনি। চিকিৎসকরা তাঁর চোট পরীক্ষা করা ওকে সার্টিফিকেট দিলেও খেলার মত অবস্থায় নেই তিনি।
আরও পড়ুন: Champions Trophy ফাইনালে ভারত! হারতে চায় ইংরেজরা
এবারে প্রশ্ন একটাই। জশপ্রীত বুমরাহ্র (Jasprit Bumrah) অনুপস্থিতিতে আসন্ন প্রতিযোগিতায় টিম ইন্ডিয়ার কাণ্ডারি হবেন কে? আইসিসির নিয়ম অনুযায়ী, ভারতের হাতে সময় ছিল ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়সীমার মধ্যে নির্দ্বিধায় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে অদল বদল ঘটানোর অনুমতি ছিল। শেষমেষ ১১ তারিখ রাতেই বুমরাহ’র ছিটকে যাওয়ার কথা পাকাপাকিভাবে ঘোষণা করা হল। তাঁর জায়গায় নেওয়া হয়েছে একদিনের ক্রিকেটে সদ্য অভিষেক করা হর্ষিত রানাকে (Harshit Rana)।
আরও পড়ুন: Champions Trophy: বুমরাহ না খেললেও জিতবে ভারত? বড় ভবিষ্যদ্বাণী প্রাক্তন অধিনায়কের
অভিষেকেই নজর কেড়েছেন তরুণ হর্ষিত। তাঁর গতিতে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। তবু বুমরাহ্’র বিকল্প হিসেবে টিম ইন্ডিয়ার তরী ভিড়ানোর দায়িত্ব কাঁধে তুলে নেওয়া, সে কি চাট্টিখানি কথা! সবচেয়ে বড় কথা, জীবনের প্রথম আইসিসি প্রতিযোগিতা খেলতে নামবেন তিনি। কাজেই, সব মিলিয়ে যতই প্রতিভাবান এবং প্রতিশ্রুতিমান হোন, বুমরাহ্’র (Jasprit Bumrah) যথাযথ বিকল্প তিনি হতেই পারেন না। অন্ততঃ এখন তো নয়ই। তাহলে কে?
নিউজ পোল ফেসবুক পোস্টের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এক কথায়, কেউ না। বুমরাহ্ নিজেকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন, তাতে তাঁর তুলনা তিনি নিজেই। গত ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পিঠের চোটের জন্য খেলতে পারেননি বুমরাহ্। ফলাফল সেমিফাইনালে পৌঁছলেও তারপর ইংরেজদের কাছে ১০ উইকেটের লজ্জার হার হেরে বিদায় নিতে হয় রোহিত শর্মার দলকে। এবারেও সেই পুরনো জায়গাতেই ফের চোট পেয়েছেন ভারতীয় জোরে বোলার। তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা না চাইতেও ফিরে ফিরে আসছে অতীতের সেই ভয়াল স্মৃতি। তবু এরই মধ্যে ভরসার কথা এই যে চোট সারিয়ে ফিরে এসেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। গত ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট প্রাপক। কাজেই, বুমরাহ্’র যথাযথ কোনো বিকল্প না পাওয়া গেলেও বোলিংয়ে টিম ইন্ডিয়ার ত্রাতা হতে যে একমাত্র শামিই পারেন, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দলে আরো একজন বোলারকে শামিল করা হয়েছে। ওপেনার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) পরিবর্তে নেওয়া হয়েছে স্পিনার বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy)।