Sauptik-Ranita : কাজ নাকি পুরনো টান? সৌপ্তিক-রণিতার সম্পর্ক ঘিরে নতুন জল্পনা

বিনোদন

নিউজ পোল ব্যুরো : বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রির (Industry) জনপ্রিয় দুই মুখ সৌপ্তিক চক্রবর্তী (Sauptik Chakraborty) ও রণিতা দাস (Ranita Das)। তাদের প্রেমের গল্প একসময় চর্চার কেন্দ্রে ছিল, আবার তাদের বিচ্ছেদও কম চর্চিত হয়নি। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছিল। দীর্ঘ সময় দুই মেরুতে থাকলেও আবার তাদের কাছাকাছি আসার গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে, পেশাদার কারণে তারা আবার একসঙ্গে কাজ করছেন। সৌপ্তিক চক্রবর্তী পরিচালিত হরর-কমেডি (Horror-Comedy) ছবি ‘দেবী’, যেখানে অভিনয় করবেন রণিতা দাস।

‘দেবী’ ছবিটি ‘মণিহারা’র সিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে। গল্পটি একটি প্রেত-মানবীর পাঁচালীকে কেন্দ্র করে আবর্তিত, যেখানে নারী মনের গভীরতম কোণের অনুসন্ধান করা হবে। হরর ও কমেডির মিশ্রণে এই ছবি দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। ছবিতে রণিতা দাস (Ranita Das) দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Arunodaya Bandhayapadhay) ও সোমরাজ মাইতি (Somraj Maity)। তাদের চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। তবে প্রত্যেকেই ছবিতে বিশেষ অবদান রাখবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, সৌপ্তিক ও রণিতার প্রেম একসময় ইন্ডাস্ট্রির (Industry) আলোচিত বিষয় ছিল। তাদের সম্পর্কের শুরু হয়েছিল বহু বছর আগে, কিন্তু নানা কারণে শেষমেশ বিচ্ছেদের পথে হাঁটতে হয় দু’জনকে। যদিও তাদের বিচ্ছেদ নিয়ে তারা কখনও খোলাখুলি কিছু বলেননি, তবুও সোশাল মিডিয়ায় (Social media) এবং বিভিন্ন সাক্ষাৎকারে (Interview) ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে তাদের পথ আলাদা হয়ে গেছে। কিন্তু এবার নতুন আলোচনার সূত্রপাত ঘটেছে তাদের আসন্ন সিনেমা (Cinema)‘দেবী’-কে কেন্দ্র করে।

বিচ্ছেদের পর অনেকে ভেবেছিলেন হয়ত তারা আর কখনও একসঙ্গে কাজ করবেন না। কিন্তু বাস্তবে সেটি হয়নি। সৌপ্তিকের পরিচালনায় রণিতা ‘দেবী’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। এই ছবির মহরত অনুষ্ঠানে তারা একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন। যা আরও বেশি জল্পনা তৈরি করেছে। একটি ঘনিষ্ঠ সূত্রে খবর, রণিতা (Ranita) ও সৌপ্তিক (Sauptik) একসঙ্গে কাটানো সময় নিয়ে কোনও অস্বস্তি অনুভব করেন না। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। কাজের জন্য তারা একসঙ্গে রয়েছেন, তবে ব্যক্তিগত জীবনেও তারা এখন অনেকটাই স্বাভাবিক আছেন।’

রণিতা ও সৌপ্তিকের বিচ্ছেদের আসল কারণ কখনও সামনে আসেনি। তবে ইন্ডাস্ট্রির গুঞ্জন, ব্যক্তিগত মতপার্থক্য এবং কেরিয়ারের (Career) চাপে তাদের সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে গিয়েছিল। বিভিন্ন সময়ে দু’জনের লাইফস্টাইল (Lifestyle) ও পছন্দে পার্থক্য দেখা গিয়েছে, যার ফলে সম্পর্ক আর আগের মতো এগোতে পারেনি। কিন্তু বিচ্ছেদের পরও তারা একে অপরের প্রতি সম্মান দেখিয়েছেন, কখনও প্রকাশ্যে তিক্ত মন্তব্য করেননি। তবে সৌপ্তিক ও রণিতার ১২ বছরের সম্পর্কের ওঠাপড়া আজও অনুরাগীদের কৌতূহলের বিষয়। তাদের একসঙ্গে কাজ করা নিয়ে যত আলোচনা, ঠিক ততটাই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও চর্চা চলছে। প্রেম ফিরে আসবে নাকি শুধুই বন্ধুত্ব? উত্তর হয়তো সময়ই দেবে!