Rajkumar Rao : রাজকুমার রাও কি শোনাবে নতুন গল্প? কিন্নর আখরায় অনুপ্রেরণা

বিনোদন

নিউজ পোল ব্যুরো : মহাকুম্ভ ২০২৫-এ এবার নজর কাড়লেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao) ও তার স্ত্রী পত্রলেখা (Patralekha)। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই ধর্মীয় উৎসবে অংশ নিতে আসছেন। অনুপম খের (Anupam Kher) থেকে লরেন পাওয়েল (Loreal Powell)—অনেক বিখ্যাত ব্যক্তিত্ব ইতিমধ্যেই মহাকুম্ভের পবিত্র পরিবেশের সাক্ষী হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন রাজকুমার ও পত্রলেখা। তারা প্রয়াগরাজে (Prayagraj) ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সেরে উপস্থিত হন কিন্নর আখড়ায়, যেখানে তাদের সাক্ষাৎ হয় আচার্য মহামণ্ডলেশ্বর ড. স্বামী লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর (কিন্নর আখড়া) সঙ্গে।

আর‌ও পড়ুন: Vivek Oberoi : অভিনয়ের বাইরে অন্য পরিচয় রয়েছে বিবেক ওবেরয়ের! জানেন কি?

এই সাক্ষাতে রাজকুমার (Rajkumar Rao) ও পত্রলেখাকে (Patralekha) আন্তরিক অভ্যর্থনা জানান স্বামী লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী। তিনি রাজকুমার রাওয়ের বলিউডে অসাধারণ অভিনয় ও LGBTQIA+ বিষয়ক গল্প নিয়ে নির্মিত ছবির জন্য প্রশংসা করেন। তিনি বলেন, ‘সিনেমা সমাজের উপর গভীর প্রভাব ফেলে, সচেতনতা তৈরি করতে পারে এবং ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আরও বেশি সিনেমা তৈরি হওয়া উচিত, যেখানে LGBTQIA+ সম্প্রদায়ের কাহিনি উঠে আসবে।’

রাজকুমার (Rajkumar Rao) ও পত্রলেখার (Patralekha) সঙ্গে সাক্ষাতের মুহূর্তের ছবি শেয়ার করা হয় স্বামী লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর (Swami Laxminarayan Tripathi) ইনস্টাগ্রাম পেজ থেকে। সেই পোস্টে লেখা ছিল, ‘মহাকুম্ভ ২০২৫-এ রাজকুমার রাও ও পত্রলেখা কিন্নর আখড়ায় এসেছিলেন আচার্য মহামণ্ডলেশ্বর ড. স্বামী লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর সঙ্গে দেখা করতে। লক্ষ্মীজী বলিউডে রাজকুমার রাওয়ের দুর্দান্ত কাজের প্রশংসা করেছেন, বিশেষ করে LGBTQIA+ সম্প্রদায়ের গল্প নিয়ে নির্মিত তার ছবির জন্য। তিনি জোর দিয়ে বলেন যে, সিনেমার মাধ্যমে সমাজে সচেতনতা তৈরি করা যায় এবং আরও বেশি ইনক্লুসিভ (সবার জন্য উন্মুক্ত) পৃথিবী গড়ে তোলা সম্ভব।’

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

LGBTQIA+ সম্প্রদায় দীর্ঘদিন ধরে বলিউডে খুব কমই প্রতিনিধিত্ব পেয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই বিষয় নিয়ে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেখানে রাজকুমার রাওয়ের মতো অভিনেতারা সাহসী চরিত্রে অভিনয় করেছেন। স্বামী লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী মনে করেন, সিনেমার শক্তি আছে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর। তিনি চান, আরও বেশি নির্মাতা যেন LGBTQIA+ সম্প্রদায়ের কাহিনি বড়ো পর্দায় তুলে ধরেন, যাতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। রাজকুমার রাও ও পত্রলেখার এই মহাকুম্ভ সফর নিঃসন্দেহে শুধু ধর্মীয় নয়, বরং সামাজিক দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। স্বামী লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর (Swami Narayan Tripathi) অনুরোধ কি রাজকুমার বাস্তবে রূপ দেবেন? সময়ই দেবে সেই উত্তর!