নিউজ পোল ব্যুরো : একটি মাত্র বিতর্কিত মন্তব্য যেন ওলটপালট করে দিল জনপ্রিয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) জীবন। এতদিন যার ইউটিউব (YouTube) যাত্রা ছিল সফলতার শিখরে, আজ তিনি কটাক্ষ ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি এক জনপ্রিয় ইউটিউব শোতে দেওয়া তার অশ্লীল মন্তব্য নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, তার বিরুদ্ধে আইনি অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ২০ লক্ষ অনুসরণকারী তার ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব (Unsubscribe)করেছেন, যা তার ক্যারিয়ারের (Career) জন্য এক বিরাট ধাক্কা।
আরও পড়ুন: Tutankhamun: কন্ডোম ব্যবহার করতেন মিশরের বালক ফ্যারাও, লিঙ্গ উত্থিত ৯০ ডিগ্রি
উল্লেখ্য, রণবীর ইলাহাবাদিয়া (Ranveer Allahbadia) বিভিন্ন সময় বলেছিলেন, তার স্বপ্নের অতিথি বিরাট কোহলি (Virat Kohli)। একাধিকবার তিনি প্রকাশ্যে জানিয়েছেন, বিরাট কোহলির প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। বিরাটও এতদিন তাকে সমাজমাধ্যমে অনুসরণ করতেন। কিন্তু বিতর্কিত মন্তব্যের জেরে এবার বিরাট তাকে আনফলো করে দিলেন। এতে রণবীরের ভক্তদের মধ্যে হতাশা আরও বেড়েছে। একসময় তার অনুষ্ঠানে জনপ্রিয় রাজনীতিবিদ (Politician), বলিউড অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে বড়ো বড়ো ক্রিকেটতারকারা (Cricket Player) অতিথি হয়ে আসতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার চ্যানেলের ভবিষ্যৎ নিয়েই সংশয়ে অনেকে।
নিজের ভুল বুঝতে পেরে রণবীর ক্ষমাও চেয়েছেন। তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে, তার মন্তব্য অশোভন এবং কোনওভাবেই মজার ছিল না। তিনি অনুতপ্ত এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন বলেও জানিয়েছেন। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছে যে, ক্ষমা চাওয়ার পরেও তার জনপ্রিয়তা দিন দিন কমেই চলেছে। রণবীর ইলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) ইউটিউব যাত্রা শুরু হয় তার প্রথম চ্যানেল ‘বিয়ারবাইসেপস’ (Beer Biseps) দিয়ে। শুরুতে এই চ্যানেলের লক্ষ্য ছিল ফিটনেস এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে ভিডিও তৈরি করা। ধীরে ধীরে তিনি এতে আধ্যাত্মিকতা (Spiritual), আত্ম-উন্নতি এবং লাইফস্টাইল (Lifestyle) সম্পর্কিত বিষয়গুলোও যুক্ত করেন। তার পর থেকেই তিনি ইউটিউব (YouTube) জগতে এক বিশাল প্রভাবশালী নাম হয়ে ওঠেন।
বর্তমানে রণবীরের মোট সাতটি ইউটিউব চ্যানেল (YouTube channel) রয়েছে, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করা হয়। তার পডকাস্ট শোতে (Podcast Show) বহু নামী ব্যক্তি অংশ নিয়েছেন। প্রায় প্রতিটি ভিডিওই লক্ষ লক্ষ বার দেখা হয়েছে, যা তাকে আরও জনপ্রিয় করে তোলে। এই বিতর্কের পর রণবীর ইলাহাবাদিয়ার ইউটিউব ক্যারিয়ার এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। অনেক স্পনসর ইতিমধ্যেই তার সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছে। অনুসরণকারীর সংখ্যা কমছে, তার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
অনেকেই মনে করছেন, এই বিতর্ক তাকে দীর্ঘ সময় ধরে তাড়া করবে। কেউ কেউ বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু এই ঘটনার ছায়া তার ক্যারিয়ারে স্থায়ী দাগ রেখে যাবে। অন্যদিকে, ইউটিউব দুনিয়ায় রণবীরের প্রতিযোগীরা এই ঘটনার সুযোগ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেকেই এখন দেখার অপেক্ষায় আছেন—তিনি কি ঘুরে দাঁড়াতে পারবেন, নাকি ইউটিউবের জনপ্রিয়তায় ধস নামবে?