Newtown: সল্টলেকে ই-রিক্সা চালকদের পরিচয়পত্র বিতরণ

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: নিউটাউনে (Newtown) নাবালিকা ধর্ষণ ও খুনের (minor murder and rape in New Town) ঘটনার পর সল্টলেক (Salt Lake) ও বিধান নগর (Bidhannagar) এলাকায় ই-রিক্সা (e-rickshaw) পরিষেবা আরো সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে চালকদের পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে নিউটাউনে (Newtown) সল্টলেকের ই-রিক্সা চালকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় পরিচয়পত্র (identity card)। এর পাশাপাশি তাদের তিনটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেটও (certificates) দেওয়া হয়।

নিউজ পোল ইউটিউব লিংক: https://youtube.com/shorts/g-5nGHc1Afw?si=BX4NtwI0Q6-hIwY9

প্রথমত, নিউটাউনে (Newtown) চালকদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (West Bengal Police Clearance Certificate) প্রদান করা হয়েছে। দ্বিতীয়ত, বিধান নগর পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট (Bidhannagar Police Clearance Certificate) ও তৃতীয়ত, পশ্চিমবঙ্গ সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়ন (West Bengal Road Transport Workers Union) বিধান নগর শাখা, আইএনটিটিইউসি (INTTUC) অনুমোদিত সার্টিফিকেটও (union certificate) দেওয়া হয়েছে। এই পরিচয়পত্রে (ID card) ও সার্টিফিকেটে চালকদের ছবি (driver’s photo), নাম (name), বাড়ির ঠিকানা (address), এবং ফোন নাম্বার (phone number) দেওয়া রয়েছে। এছাড়াও, ই-রিক্সাটি কোন স্ট্যান্ডে (rickshaw stand) চলে, সেই তথ্যও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

সল্টলেক এলাকায় মোট ৯১টি ই-রিক্সা স্ট্যান্ড রয়েছে। নিউটাউনে (Newtown) এই স্ট্যান্ডগুলিতে প্রায় ২,২০০টি ই-রিক্সা চলাচল করে। ইউনিয়নের দেওয়া সার্টিফিকেটে প্রতিটি চালকের নির্দিষ্ট তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে এলাকার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের মধ্যে সচেতনতা ও আস্থা বৃদ্ধি করার লক্ষ্য রাখা হয়েছে। পরিচয়পত্র ও সার্টিফিকেট প্রদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সল্টলেক ও বিধান নগর এলাকায় ই-রিক্সা পরিষেবায় শৃঙ্খলা ও নির্ভরযোগ্যতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/18/eastern-railway-bandel-katwa-local-trains-cancelled/

এই পদক্ষেপটি শুধুমাত্র যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করবে না, বরং অপরাধ প্রতিরোধেও (crime prevention) কার্যকরী ভূমিকা পালন করবে। ই-রিক্সা চালকদের সমস্ত তথ্য পুলিশের কাছে থাকা অবস্থায় অপরাধের দ্রুত তদন্ত (quick investigation) ও সন্দেহভাজন চিহ্নিতকরণ (suspect identification) সহজ হবে। এছাড়াও, যাত্রীরা যেকোনো প্রয়োজনে চালকের পরিচয় ও তথ্য যাচাই করার সুযোগ পাবেন। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ই-রিক্সা চালকদের সমস্ত তথ্য পুলিশের কাছে থাকা অবস্থায় অপরাধের দ্রুত তদন্ত (quick investigation) ও সন্দেহভাজন চিহ্নিতকরণ (suspect identification) সহজ হবে। এছাড়াও, যাত্রীরা যেকোনো প্রয়োজনে চালকের পরিচয় ও তথ্য যাচাই করার সুযোগ পাবেন। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।