নিউজ পোল ব্যুরো: আর অসুবিধে নয়! এবার যাত্রীদের জন্য হাওড়া স্টেশন আরও আরামদায়ক এবং সুবিধাজনক হয়ে উঠেছে। সম্প্রতি ১৫ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়েছে, যার ফলে এবার থেকে দীর্ঘদূরত্বের ২২ বা ২৪ কোচবিশিষ্ট ট্রেনও সহজেই সেখানে দাঁড়াতে পারবে। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে,এই সম্প্রসারণের ফলে যাত্রীদের ট্রেন ঢোকার এবং বেরোনোর ক্ষেত্রে আরও সুবিধা হবে।
১৫ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের ফলে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৩১২ মিটার থেকে বেড়ে ৬০০ মিটার হয়েছে। শুধু দৈর্ঘ্য নয়, প্ল্যাটফর্মের প্রস্থও গড়ে ২ মিটার বাড়ানো হয়েছে। এর ফলে ২৪ কোচবিশিষ্ট দূরপাল্লার এক্সপ্রেস এবং মেল ট্রেনের জন্য প্ল্যাটফর্মে পর্যাপ্ত জায়গা তৈরি হয়েছে। এর আগে ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে কেবল ১২ কোচের ইএমইউ লোকাল ট্রেন ছাড়া দূরপাল্লার ট্রেন চলাচল করতে পারত না। এখন থেকে যাত্রীরা আর প্ল্যাটফর্মে জায়গা না পাওয়ার জন্য অপেক্ষা করবেন না।
এছাড়া, প্ল্যাটফর্মে যাত্রী শেডের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আগে যেখানে প্ল্যাটফর্মের মাত্র ৫০ শতাংশ অংশ শেড দিয়ে ঢাকা ছিল, এখন সেটি ১০০ শতাংশ শেড দিয়ে সম্পূর্ণ ঘেরা হয়েছে। এর ফলে বৃষ্টি বা প্রচন্ড রোদ থেকে যাত্রীরা বাঁচতে পারবেন। রেল সূত্রে জানা গেছে, এই সম্প্রসারণের ফলে রেললাইন সারানোর কাজও সমাপ্ত হয়েছে, যার ফলে ট্রেন চলাচলে আর কোনো সমস্যা হবে না এবং ট্রেনের দাঁড়ানোর জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না।
এই উন্নয়নমূলক কাজের ফলে হাওড়া স্টেশন এখন এক নতুন এবং আধুনিক রূপে দেখা যাবে যা যাত্রীদের যাত্রাকে আরও আরামদায়ক এবং নির্বিঘ্ন করে তুলবে।