Valentine’s Day -এর আগের দিন মাটি কাটার যন্ত্রে চেপে বিয়ে

অফবিট জেলা

নিউজ পোল ব্যুরো: কথায় বলে, প্রেমে পড়লে মানুষ কী না করে! প্রেমের জন্য মানুষ কী না করে! তা বলে প্রেম দিবসের (Valentine’s Day) আগের দিন ৮ বছরের সম্পর্ককে পরিণতি দিতে মাটি কাটার পে লোডারে চেপে যাত্রা?

আরও পড়ুন: Alcohol: ভারতের এই রাজ্যে সবথেকে বেশি মদ খান মহিলারা, জেনে নিন

সময়টাই এখন সোশ্যাল মিডিয়ার। ইউটিউবাররা একেকজন এই জমানার অঘোষিত সম্রাট। তাঁরা চমক দেবেন না তো কি পাড়ার রকে বসে গুলতানি মারা রাম-শ্যাম-যদুদের থেকে চমকের আশা করে মানুষ? সম্প্রতি ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া অশ্লীল মন্তব্যের জেরে দেশজুড়ে চর্চার মধ্যে রয়েছেন। আর হুগলির ইউটিউবার কুন্তল সাহার মাটি কাটার গাড়িতে চেপে বিয়ে করতে যাওয়া দেখল এলাকাবাসী।

খাদিনা মোড়ের বাসিন্দা কুন্তল ৮ বছর আগে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বুনোকালীতলার বাসিন্দা পায়েল সাঁধুখার সঙ্গে। দুজনের প্রথম দেখার দিনটাও ছিল ভ্যালেন্টাইন’স ডে (Valentine’s Day)। অদৃষ্টের ক্যারিশমায় ৮ বছর পর ভালবাসা দিবসের ঠিক আগের দিনটিতেই ব্যান্ড পার্টি বাজিয়ে পে লোডারে চেপে সম্পর্ককে পরিণতি দিতে গেলেন কুন্তল।

মগড়া থেকে ভাড়া করে আনা হয়েছিল পে লোডার। তার একেবারে সামনে টোপর মাথায় দিয়ে বসে আছে বর। যা দেখে হেসে কুটোপাটি রাস্তার দু’পাশের লোকজন। পে লোডার তখন যাচ্ছে চুঁচুড়া তোলা ফটকের দিকে। ইতিমধ্যেই রাস্তার দুপাশে মানুষের লাইন লেগে গিয়েছে। তাঁদেরই একজন বিনয় মান্না। বয়সে প্রৌঢ়। তিনি বললেন, “শুনলাম ইউটিউবার জেসিবি করে বিয়ে করতে যাচ্ছে। এটা অভিনব ব্যাপার। শহরে আগে কোনোদিন দেখিনি।‌”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

যে যাই বলুক। তাতে নতুন বরের থোরাই কেয়ার। বলছেন, “হাতের পাঁচ আঙুল সমান হয় না। আমার পরিবার-বন্ধু বান্ধবরা যদি আনন্দ পায়, রাস্তার মানুষ যদি আনন্দ পায় সেটাই বড় কথা। কে কী ভাবল বা ট্রোল করল ডোন্ট কেয়ার।” এরই সঙ্গে যোগ করছেন, “বিয়ে একবারই করবেন ভাই। তাই কী করলে দারুণ চমক দেওয়া যাবে সেটা আগে থেকেই পরিকল্পনা করা উচিত।” অর্থাৎ শুধু প্রেমের জন্যই না, আত্মপ্রচারের জন্যও মানুষ কী না করে!