Mid Day Meal: পড়ুয়াদের পুষ্টি বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: এবার থেকে স্কুল পড়ুয়াদের (School Student) মিড ডে মিলে (Mid Day Meal) যোগ করা হবে অতিরিক্ত পুষ্টিকর (Nutritional food) খাবার। রাজ্যের স্কুল পড়ুয়াদের (Student) মিড ডে মিলে (Mid Day Meal) অতিরিক্ত ফল (fruit) ও ডিম (Egg) খাওয়ানোর জন্য টাকা দেবে স্কুল শিক্ষা দফতর। রাজ্য স্কুল শিক্ষা দফতর ফ্লেক্সি ফান্ডের মাধ্যমে ৭ লক্ষ ৫৬ হাজার ২৫৩ টাকা বরাদ্দ করে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।

স্কুল শিক্ষা দফতর জানিয়েছেন, রাজ্যের ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ জন ছাত্র-ছাত্রীদের (Student) জন্য সপ্তাহে দুদিন ডিম (egg) দেওয়া হবে, যা আগে ছিল এক দিন। এছাড়া খাবারে (food) পুষ্টিকর ফলও থাকবে, যাতে ছাত্রদের স্বাস্থ্য (health) উন্নতি পায়। রাজ্য সরকার প্রতি ছাত্রের জন্য ৮ টাকা খরচ করবে। এই পরিবর্তন পাঁচ সপ্তাহের মধ্যে বাস্তবায়িত হবে।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি, পড়ুয়াদের পুষ্টিকর খাবার (nutritional food) দেওয়ার জন্য বরাদ্দ বৃদ্ধি করতে হবে। তবে, এই পদক্ষেপটি বাস্তবসম্মতভাবে কার্যকর হতে হলে প্রাথমিক স্তরে ১০ টাকা এবং উচ্চ প্রাথমিক স্তরে ১৫ টাকা বরাদ্দ প্রয়োজন।’

২০২৪-২৫ অর্থবর্ষে এই পরিবর্তনটি রাজ্যের সমস্ত স্কুলে ৩১ মার্চ, ২০২৫ এর মধ্যে কার্যকর হবে। শীঘ্রই শেষ হওয়া অর্থবর্ষে অবশিষ্ট ফান্ডের ব্যবহার করে মিড ডে মিলের (Mid Day Meal) পুষ্টি বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিকে রাজ্যের মিড ডে মিল (Mid Day Meal) প্রজেক্ট ডিরেক্টর (Director) পারমিতা রায় জানিয়েছেন, ‘এই বছরের শেষে অবশিষ্ট অর্থ দিয়ে ছাত্রদের সাপ্লিমেন্টারি নিউট্রিশনের ব্যবস্থা করা হচ্ছে। যদিও সময় কম, তবুও পাঁচ সপ্তাহের মধ্যে প্রতিটি ছাত্রকে সঠিক পুষ্টিকর খাবার দেওয়া হবে।’

কেন্দ্রীয় শিক্ষা দফতর গত নভেম্বরে জানায়, মিড ডে মিলের (Mid Day Meal) বরাদ্দে কিছুটা বৃদ্ধি হয়েছে। তবে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদী পড়ুয়াদের পুষ্টির জন্য এই ব্যবস্থা বজায় রাখা উচিত।