Bangabandhu National Stadium: পরিবর্তনের বাংলাদেশে স্টেডিয়াম থেকেও মুছে গেল বঙ্গবন্ধুর নাম

আন্তর্জাতিক ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: বাংলাদেশ (Bangladesh)। ওপার বাংলা। সাধের বাংলা ভাষা (Bengali Language)। আজ‌ও “আমার সোনার বাংলা” (Bangladesh National Anthem) বেজে উঠলে অজান্তে খাড়া হয়ে যায় গায়ের রোম এপার বাংলার (West Bengal)। কিন্তু বিগত কয়েক মাসে সবকিছু যেন বদলে গেছে এক লহমায়। যে বাংলার রূপ দেখে বারবার এই বাংলার কোলে জন্ম নিতে চেয়েছিলেন কবি জীবনানন্দ দাশ সেই বাংলাদেশ আজ জ্বলছে। একদল উন্মত্ত জনতা ইতিহাস ধ্বংসের লীলায় মেতে উঠেছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের (Mujibur Rahman) শেষ চিহ্নটুকুও ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে উদ্যত তারা। আর এবার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর (Bangladesh Prime Minister) নামাঙ্কিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম (Bangabandhu National Stadium) থেকেও তাঁর নাম মুছে দিল বাংলাদেশের ইউনুস সরকার (Yunus Government)।

আরও পড়ুন: Smriti Mandhana: মেয়েরা পিছিয়ে নাকি? কোহলি নিয়ে প্রশ্ন করায় বিরক্ত মন্ধানা

১৯৫৪ সালে ঢাকার (Dhaka) বুকে আত্মপ্রকাশ ঘটে একফালি সবুজ গালিচার। নাম দেওয়া হয় ঢাকা স্টেডিয়াম (Dhaka Stadium)। ক্রিকেট (Cricket) ফুটবলের (Football) পাশাপাশি আর‌ও অনেক খেলায় আয়োজিত হত এই মাঠে। ২০০০ সালের ১০ নভেম্বর এই মাঠেই প্রথম টেস্ট (Test Cricket) খেলে বাংলাদেশ (Bangladesh)। যদিও আরেক বাঙালি সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) ভারতের (India) বিরুদ্ধে ৯ উইকেটে হেরে যায় তারা। এখনকার চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) তখন নাম ছিল আইসিসি নক আউট ট্রফি (ICC Knock Out Trophy)। ১৯৯৮ সালে প্রথমবার যা আয়োজনের সুযোগ পায় ওপার বাংলা। সেই আইসিসি নক আউট ট্রফির‌ও স্বাক্ষী এই স্টেডিয়াম। ১৯৯৬ সালে পদ্মাপারে ক্ষমতায় আসে আ‌ওয়ামী লিগ (Awami League)। তারপর ১৯৯৮ সালে বঙ্গবন্ধুর নাম যুক্ত হয় এই স্টেডিয়ামের (Bangabandhu National Stadium) সঙ্গে। যা এবার থেকে পরিচিত হবে শুধুমাত্র জাতীয় স্টেডিয়াম (National Stadium) নামে।

গত আগস্ট মাসে পতন হয়েছে হাসিনা সরকারের (Sheikh Hasina Government)। ক্ষমতায় এসেছে ‘নোবেল’ জয়ী (Noble Laureate) মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) তদারকি সরকার। আর ক্ষমতাসীন হ‌ওয়ার পর থেকেই ইতিহাস মুছে ফেলার নেশায় মত্ত হয়েছে বাংলাদেশ। বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সম্পর্কিত সবকিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। ১২ ফেব্রুয়ারি উপজেলা পর্যায়ে ১৫০ টি স্টেডিয়ামের নাম বদল করে তারা। তারপরেই আভাস ছিল। আর তা সত্যি হল। জাতীয় স্তরে সে দেশের প্রধান স্টেডিয়ামের (Bangabandhu National Stadium) নাম বদলে গেল।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

১৯৭৮ সালে কিংবদন্তি বক্সার মহম্মদ আলি (Boxer Muhammad Ali) থেকে ২০১১ সালে লিওনেল মেসি (Lionel Messi) খেলে গেছেন এই মাঠে। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের (Cricket World Cup) উদ্বোধনী অনুষ্ঠানের আসর‌ও বসেছিল এই স্টেডিয়ামেই। অভিনব পদ্ধতিতে রিক্সায় চড়ে মাঠে প্রবেশ করে প্রতিটি দলের অধিনায়ক। যদিও ২০০৫ সাল থেকে ক্রিকেট সরে যায় মিরপুরে আর এই স্টেডিয়ামটি মূলত ব্যবহৃত হত বাংলাদেশ জাতীয় ফুটবল (Bangladesh National Football Team) দলের মাঠ হিসেবে। তিনবার সাফ (SAFF Championship) প্রতিযোগিতা‌ও হয়েছে এখানে। কতশত স্মৃতিবিজড়িত সেই ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের (Bangabandhu National Stadium) নাম বদলে দেওয়া হল পরিবর্তনের বাংলাদেশে। কিন্তু ইতিহাসকে কি মোছা যায়? নাকি সে লালিত হয় অতি সন্তর্পনে মানব মনের গোপন কুঠুরিতে?⁩