নিউজ পোল ব্যুরোঃ জনপ্রিয়তার নিরিখে বিশ্বে নেতাদের মধ্যে প্রথমে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। তাঁর কথা, ব্যবহারে ফ্যান আট থেকে আশি সকলেই। তাঁকে সমঝে চলে বহু দেশ। তিনি যখন বিদেশ সফরে যান তাঁকে স্বাগত জানাতে আসেন নেতারা। কিন্তু ভারতে বিদেশের অতথিদের স্বাগত জানান কেন্দ্রীয় কোনও মন্ত্রী। এবার সেই ছক ভেঙেই ঘটল বিরল ঘটনা। বিমানবন্দরে কাতারের(Qatar ) “ভাই”-কে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী নিজে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি (Sheikh Tamim Bin Hamad Al-Thani), যিনি সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন, তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করবেন এবং ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করবেন। তিনি ভারতের মাটিতে পা দেওয়ার পরেই একটি বিরল আতিথেয়তা প্রদর্শনের মাধ্যমে, প্রধানমন্ত্রী মোদী সন্ধ্যায় দিল্লিতে পৌঁছানো কাতারের আমিরকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে যান। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমার ভাই, কাতারের আমির এইচ এইচ শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম। ভারতে তার ফলপ্রসূ অবস্থান কামনা করছি এবং আগামীকাল আমাদের সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” শনিবার এক বিবৃতিতে বিদেশ মন্ত্রণালয় (MEA) জানিয়েছে, কাতারের আমিরের এই সফর “আমাদের ক্রমবর্ধমান বহুমুখী অংশীদারিত্বকে আরও গতিশীল করবে”।
বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, কাতারের আমিরের সঙ্গে থাকবেন মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। সোমবার বিদেশমন্ত্রক (MEA) কর্তৃক জারি করা একটি তথ্য অনুসারে মঙ্গলবার সকালে, কাতারের আমিরকে রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে, তারপরে হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী মোদীর সাথে তার সাক্ষাৎ হবে। শনিবার MEA জানিয়েছে, দুই নেতার মধ্যে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। মঙ্গলবার বিকেলে সমঝোতা স্মারক (MoU) বিনিময়ের কথা রয়েছে, যার পরে কাতারের আমির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন।
প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে কাতারের আমির এই সফর করছেন। এটি হবে ভারতে তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। MEA জানিয়েছে, তিনি এর আগে ২০১৫ সালের মার্চ মাসে ভারত সফর করেছিলেন।