OBC: সুপ্রিম কোর্টের তালিকা থেকে বাদ ওবিসি সার্টিফিকেট মামলা

দেশ

নিউজ পোল ব্যুরো: ওবিসি (OBC ) সার্টিফিকেট বাতিল- এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের(Supreme Court) তালিকা থেকে বাদ রাখা হয়েছে। তাই মঙ্গলবার ১২ লক্ষ ওবিসি (OBC ) সার্টিফিকেট বাতিল মামলার শুনানি হচ্ছে না সুপ্রিম কোর্টে। আজ বুধবার এই মামলায় সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল। সোমবার এক অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের(Supreme Court) পক্ষ থেকে এবংস সেই থেকে বাদ রাখা হয় ওবিসি সার্টিফিকেট(OBC Certificate Case) সংক্রান্ত মামলাটি। সুপ্রিম কোর্ট কেন এই মামলা তালিকা থেকে বাদ রেখেছে তার এখনও কোনো স্পষ্ট কারণ জানা যায়নি। আদালত সূত্রের খবর, এই মামলার পরবর্তী শুনানি মার্চ মাসে হতে পারে। রাজ্য কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের(Supreme Court) দ্বারস্থ হয়েছিল। সেই মামলা এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। তাই আপাতত ওবিসি সার্টিফিকেট(OBC Certificate Case) সংক্রান্ত এই মামলাটি কলকাতা হাইকোর্টের দ্বারস্থেই রয়েছে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি(OBC Certificate Case) তালিকাভুক্ত করেছিল। তবে ২০২৩ সালের ২২ মে কলকাতা হাই কোর্টের(Kolkata High Court) একটি ডিভিশন বেঞ্চ, বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার নেতৃত্বে, ২০১০ সালের পর রাজ্য সরকার যে ওবিসি(OBC Certificate Case) সার্টিফিকেট ইস্যু করেছিল, তা অবৈধ ঘোষণা করে বাতিলের নির্দেশ দেয়। এই নির্দেশের ফলে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট একসঙ্গে বাতিল হয়ে যায়। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর সুপ্রিম কোর্টে(Supreme Court) আবেদন জানায়। মামলার শুনানি সুপ্রিম কোর্টে চললেও একাধিকবার তা পিছিয়ে যায়। ২০২৪ সালের জানুয়ারিতে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সেবারও তা স্থগিত হয়। সুপ্রিম কোর্টে মামলাটি(Supreme Court) সর্বশেষ যখন উঠেছিল, তখন আদালতের পর্যবেক্ষণ ছিল যে, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রদান করা উচিত নয়। এই গুরুত্বপূর্ণ ইস্যুতে আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে রাজ্য। তবে আজকের নির্ধারিত শুনানিও(OBC Certificate Case) পিছিয়ে যাওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও অপেক্ষা করতে হবে।