Weather: শনিবার-রবিবার টানা বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বুধবার দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorm with Rain) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঝোড়ো হাওয়ার (Weather) সম্ভাবনাও রয়েছে। কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি হতে পারে, আবার কোথাও তা ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (Friday) বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। শনিবার ও রবিবার (Saturday and Sunday) কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। সোমবার (Monday) থেকে বৃষ্টিপাতের মাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1ACKCYUtEz/

বুধবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টি (Hailstorm) হয়েছে। এছাড়া, দার্জিলিং ও কালিম্পঙের (Kalimpong) পার্বত্য এলাকায় সামান্য তুষারপাত (Snowfall) হওয়ার সম্ভাবনা রয়েছে(WB Weather Update)। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হবে বলে জানা গেছে। ২৪ ফেব্রুয়ারি (24th February) পর্যন্ত দার্জিলিংসহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে। আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(WB Weather Update)। প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।

বুধবার কলকাতা(WB Weather Update) এবং পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রার ওঠানামা লক্ষ করা গেছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। অপরদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম। শহরের আর্দ্রতার মাত্রাও উল্লেখযোগ্য ছিল(WB Weather Update)। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯৫ শতাংশে পৌঁছায়, যেখানে সর্বনিম্ন আর্দ্রতা ছিল ৫২ শতাংশ। আবহাওয়ার এই পরিস্থিতি সামান্য অস্বস্তিকর হলেও সাধারণ মানুষ তেমন কোনো বড় সমস্যার সম্মুখীন হননি। আজ বৃহস্পতিবার, কলকাতার আবহাওয়ার অবস্থা (২০২৫-০২-২০, সকাল)। পরবর্তী ২৪ ঘন্টার জন্য (২০২৫-০২-২০, সকাল) কলকাতায়(WB Weather Update) আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা অত্যন্ত বেশি, ফলে দিনটি কিছুটা(WB Weather Update) ভারি আবহাওয়ার মুখোমুখি হতে পারে পূর্বাভাস অনুসারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০˚C হলেও সঠিক তথ্য অনুযায়ী এটি ২৯.৫˚C (প্রাক্কলিতের তুলনায় ০.৫˚C কম) হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা পূর্বাভাসে প্রায় ২৩˚C বলে উল্লেখ করা হলেও( WB Weather Update) তা ২৩.৪˚C (প্রাক্কলিতের তুলনায় ৩.৯˚C বেশি) পর্যায়ে পৌঁছাতে পারে।