IND Vs BAN: দুবাইয়ে মুখোমুখি দুই পড়শী, দেখে নিন দুই দলের হেড টু হেড পরিসংখ্যান

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: বাংলাদেশের (Bangladesh Cricket Team) বিরুদ্ধে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) অভিযান শুরু করছে ভারত (Indian Cricket Team)। দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল (IND Vs BAN)। ভারতীয় সময় দুপুর দুটো নাগাদ শুরু হবে খেলা। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের হেড টু হেড পরিসংখ্যান।

আরও পড়ুনঃ Champions Trophy: হঠাৎই বৃষ্টি দুবাইয়ে, ভেস্তে যাবে ভারত-বাংলাদেশ দ্বৈরথ?

২০১৭ সালে শেষবার আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেবার সেমিফাইনালে দেখা গিয়েছিল ভারত-বাংলাদেশ (IND Vs BAN) দ্বৈরথ। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে এই একবারই দু’দলের ম্যাচ হয়েছে। আর এজবাস্টনে সেই ম্যাচ ৯ উইকেটে জিতে ফাইনালে চলে যায় বিরাট কোহলির ভারত। প্রথমে ব্যাট করে ৭ উইকেট খুইয়ে ২৬৪ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে রোহিত করেন অপরাজিত ১২৩ রান। এবং কোহলি ব্যক্তিগত ৯৬ স্কোরে নট আউট থেকে গিয়েছিলেন।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র একবার মুখোমুখি হলেও একদিনের ক্রিকেটে দুই দলের ম্যাচ (IND Vs BAN) হয়েছে মোট ৪১ বার। বলাই বাহুল্য, সেখানেও বীরবিক্রমে এগিয়ে রয়েছে ভারত। ৪১ বার সাক্ষাতে ভারত এখনও পর্যন্ত জিতেছে ৩২ বার। অন্যদিকে বাংলাদেশ জিতেছে মাত্র ৮ টি ম্যাচ।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এবারে হেড টু হেড বিচারটা যদি ৫০ ওভারের আইসিসি ইভেন্টের নিরিখে হয় তাহলে ৫-১ এগিয়ে টিম ইন্ডিয়া। ২০০৭ ওডিআই বিশ্বকাপের ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল পদ্মাপারের দল। কিন্তু এরপর থেকে একদিনের ক্রিকেটে যত গুলি আইসিসি ইভেন্টের ম্যাচে দুই দল একে অপরের বিরুদ্ধে খেলেছে, প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে ভারত। যথাক্রমে ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, ২০১৯ বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচ এবং ২০২৩ বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচ।