নিউজ পোল ব্যুরোঃ ‘শিশমহল’,(Sheeshmahal) দিল্লিতে বিজেপির অন্যতম উত্থানের কারণ । দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাড়ি ঘিরে কম চর্চা হয়নি। দুর্নীতির টাকায় গড়ে উঠেছে এই বাড়ি এমনটাই অভিযোগ। দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা(Rekha Gupta), যিনি আজ শপথ নেবেন, তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) প্রাক্তন সরকারি বাসভবনকে কি বানাবেন জানিয়েদিলেন।
মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর থেকেই একের পর এক মন্তব্য করছেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা। তিনি ‘শিশমহল’-কে একটি জাদুঘর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে রেখা গুপ্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত প্রতিশ্রুতি পূরণ করার আশ্বাসও দিয়েছেন। বলেছে “আমরা শিশমহলকে একটি জাদুঘর করে তুলব…আমরা প্রধানমন্ত্রী মোদীর সমস্ত প্রতিশ্রুতিও পূরণ করব। এই পদের জন্য আমাকে নির্বাচিত করার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।” এই প্রসঙ্গে জানিয়ে রাখা রাখা ভাল, রাজধানীর ৬ ফ্ল্যাগস্টাফ রোডে অবস্থিত বাংলোটির সংস্কার নিয়ে বিজেপি শুরু থেকেই কেজরিওয়ালকে আক্রমণ করে আসছে।
আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/20/rekha-gupta-to-be-sworn-in-today-6-ministers-to-take-oath/
উল্লেখ্য, ৪০,০০০ বর্গ গজ জুড়ে বিস্তৃত একটি বিলাসবহুল বাসভবন,(Sheeshmahal) পুনর্নির্মিত বাংলোটি ২০১৫ থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত কেজরিওয়ালের সরকারি বাসভবন হিসেবে ছিল। তদন্তের সম্মুখীন হওয়ার পর কেজরি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর তিনি বাড়িটি খালি করে দেন। ২০২৪ সালের অক্টোবরে প্রকাশিত কেন্দ্রীয় গণপূর্ত বিভাগের (CPWB) একটি প্রতিবেদনে বাংলোটিতে বিলাসবহুল সংস্কার এবং উচ্চমানের যন্ত্রপাতি স্থাপনের কথা তুলে ধরা হয়েছে। এর পর, কেন্দ্র গত সপ্তাহে ‘শিশমহল’ সংস্কারে অনিয়মের অভিযোগের তদন্তের নির্দেশ দেয় এবং বাংলো নির্মাণে ভবনের নিয়ম লঙ্ঘনের অভিযোগের বিশদ তদন্তের জন্য সিপিডব্লিউডিকে নির্দেশ দেয়। তবে বাসভবন সংস্কারের দুর্নীতির যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেজরী।