নিউজ পোল ব্যুরো: বীরভূমের (Birbhum) বেতাজ বাদশা বলতে মাথায় আসে শুধুই অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) নাম। যার নামে বাঘে গরুতে একই ঘাটে জল খায়। এমনকি তিনিই (Anubrata Mondal) একমাত্র জেলা সভাপতি ছিলেন যে দুর্নীতির দায়ে জেলে গেলেও সেই শূন্য আসনে কাউকে বসাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। যার মুখে রাজনীতি ছাড়া একটি বাক্যও বের হত না সেই সেই কেষ্টই এবার ঘুরে গেলেন ১৮০ ডিগ্রি। জেল থেকে ফেরার পর তিনি একেবারে অন্য অনুব্রত। তাঁর গলায় শোনা যাচ্ছে ছোট বড় সকলকে নিয়ে চলার কথা। গোষ্ঠীদ্বন্দ এড়িয়ে সকলে মিলে কাজ করার করার কথা। এবার বোলপুর থানার অন্তর্গত বোলপুর কলেজে (Bolpur)৭৫ তম বার্ষিক অনুষ্ঠানে হাজির হয়ে অনুব্রত দিলেন বিশেষ বার্তা।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/16PxXB81eT/
বার্ষিক অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের-এর মধ্য দিয়ে শুভ সূচনা করলেন এস ডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। পাশাপাশি এদিন বার্ষিক অনুষ্ঠানে একটি স্মরণিকা প্রকাশ করলেন। বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে বোলপুর কলেজের ৭৫ তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সেখানে দাঁড়িয়েই অনুব্রত মণ্ডল বললেন, “বোলপুর কলেজ একটা ইতিহাস, বোলপুরের জন্য গর্ব রয়েছে। বোলপুর কলেজের যেহেতু ৭৫ বছর হয়েছে, শুনতে খুব ভালো লাগছে আনন্দ লাগছে। তাই ছাত্রদেড় সবাইকে আমি বলব সুন্দর ভাবে পড়াশোনা করো বোলপুর কলেজ থেকে অনেক বড় বড় মানুষ অনেক জায়গায় গেছে। বোলপুরের কলেজ আরও অনেক দূর এগিয়ে চলুক। বোলপুরের মানুষ কলেজের সঙ্গে থাকবে।”
আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বৈঠকে থাকছে না জুনিয়র ডক্টরস ফ্রন্ট
তবে এদিনের অনুষ্ঠানের পাশাপাশি অনুব্রত মণ্ডল কে সাংবাদিকদের মুখোমুখি খয়রাশোল ব্লকের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আইন আইনের কাজ করবে এমনটাই জানালেন তিনি। এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচ দপ্তরের মন্ত্রী মানুষ ভূইয়া রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এছাড়া আরও ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনা সহ আরোও প্রমুখেরা।