Jadavpur University: হস্টেলে স্বাধীনতা চেয়ে পড়ুয়াদের আন্দোলন

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) আবাসিক পড়ুয়ারা রাতের স্বাধীনতা ও হস্টেলের(Jadavpur University) প্রবেশের সময়সীমা বৃদ্ধির দাবিতে অন্তর্বর্তী উপাচার্যের (Interim Vice-Chancellor) সঙ্গে সাক্ষাৎ করেন। আন্দোলনকারী ছাত্রদের দাবি, নিউ ব্লক (New Block) ও ওল্ড পিজি (Old PG) হস্টেলের মূল দরজা রাত ১২টা পর্যন্ত খোলা রাখতে হবে। এছাড়াও, এই দুই হস্টেলের মধ্যে যাতায়াতের বাধা তুলে দিতে হবে এবং ছাদের দরজাও (Roof Access) খোলা রাখতে হবে।

বর্তমানে হস্টেলের(Jadavpur University Hostel) প্রবেশদ্বার রাত ১০টার পরে বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে দরজা বন্ধ হয়ে গেলে, আন্দোলনরত ছাত্ররা তালা ভেঙে বেরিয়ে আসেন এবং হস্টেল সুপারের (Hostel Superintendent) ঘরে তালা ঝোলান। সিসিটিভি ক্যামেরার (CCTV Camera) দিক ঘুরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। শুক্রবার, আন্দোলনরত ছাত্ররা অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তর দফতরের তালা খুলে দেন ও নিজেদের দাবি পেশ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিষয়টি সোমবার স্টুডেন্টস ওয়েলফেয়ার বোর্ডের (Students’ Welfare Board) বৈঠকে আলোচনা হবে। এদিকে, এসএফআই (SFI) নেতৃত্বের দাবি, প্রথম বর্ষের ছাত্রদের হস্টেলের প্রবেশদ্বার রাত ১০টার পরিবর্তে ১১টা পর্যন্ত খোলা রাখা উচিত। ১১টার পর বিশেষ পরিস্থিতিতে ছাত্রদের যাতায়াতের সুযোগ দিতে হবে, তবে সেক্ষেত্রে হস্টেল সুপারের অনুমতি ও আইডি কার্ড (ID Card) দেখানোর শর্ত রাখা যেতে পারে।

আরও পড়ুন: West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে বসন্তের আবাহন, আবহাওয়া দফতরের বড় আপডেট!

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/15cgAo6ZHk/

বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতা অভিনব বসু বলেন, গত বছরের প্রথম বর্ষের ছাত্র-মৃত্যুর ঘটনা মাথায় রেখে নিরাপত্তার দিকটি নিশ্চিত করা জরুরি। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়(Jadavpur University Hostel) কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যে, প্রথম বর্ষের হস্টেলে কোনও সিনিয়র বা বহিরাগত প্রবেশ করতে না পারে। এই পরিস্থিতিতে, প্রশাসনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে ছাত্রসমাজ।