Champions Trophy: বাবররা ছিটকে যাওয়ায় বিশাল ক্ষতির মুখে পাকিস্তান, কী হবে এবার?

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) থেকে ছিটকে গিয়েছে আয়োজক পাকিস্তান (Pakistan Cricket Team)। নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছে বাবর-রিজওয়ানদের। এদিকে এই আকস্মিক বিদায়ের জেরে এক বিরাট ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট। এমন ইঙ্গিতই মিলল জনৈক বোর্ড কর্তার কথায়।

আরও পড়ুনঃ Pakistan: ভারতের জেদ অমূলক ছিল না, চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে যাওয়া বিদেশিদের অপহরণের ছক পাকিস্তানে

১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করে পাকিস্তান। ২৯ বছর পর আবার একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে দেশটি। কিন্তু ঘরের মাঠে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) প্রাথমিক পর্বের বাধা টপকাতে ব্যর্থ পাক ক্রিকেট দল। ফলে ইতিমধ্যেই শুরু হয়ে ছাঁটাই এবং বদলের প্রক্রিয়া।

Champions Trophy

পিসিবির উক্ত কর্তা জানাচ্ছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) তাদের পারফরম্যান্স এতটাই হতাশাব্যঞ্জক যে বর্তমান কোনো কোচিং স্টাফকেই আর রাখা হবে না। পাশাপাশি নির্বাচকদের ওপরেও কোপ পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে এরপরই যে আশঙ্কা তিনি প্রকাশ করেছেন তা পাকিস্তানের জন্য সত্যিই উদ্বেগজনক। পাক ক্রিকেট বোর্ডের এই কর্তা মনে করছেন, বড় আইসিসি প্রতিযোগিতাগুলিতে পাকিস্তান টানা ব্যর্থ হচ্ছে। এর ফলে স্পনসরদের হারাতে পারেন তাঁরা।‌

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এমনিতেই ভারত খেলতে যায়নি পাকিস্তানে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেন ইন ব্লু নিজদের ম্যাচগুলি খেলছে দুবাইয়ে। এতে আয়োজক হিসেবে অনেকটাই পিছিয়ে পড়েছে পাকিস্তান। আর এবারে তাদের দল গ্রুপ পর্বেই আটকে যাওয়ায় নক আউট পর্বের টিকিট প্রত্যাশামত বিক্রি না হওয়ার আশঙ্কা করছে পাক বোর্ড। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, একটা দল যদি বারবার ব্যর্থ হয় তাহলে তাদের ব্র্যান্ড ভ্যালু কমে যায়। কারণ দলটির প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলে। তখন বানিজ্যিক দিকটাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়। তাই এই মুহূর্তে পাকিস্তানের ক্রিকেটকে বিক্রি করা তেমন সহজ নয়।”