Zandra Rhodes: কলকাতার ইতিহাসে মুগ্ধ জ্যান্ড্র্যা! রাজকুমারী থেকে রকস্টার ডিজাইনার

বিনোদন লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: রাজকুমারী ডায়ানার পোশাকশিল্পী (Princess Diana’s Fashion Designer) ছিলেন এক কালে! সাজিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের (British Royal Family) আরও অনেককেই। তবে শুধু তারকা রাজবধূ নন,জ্যান্ড্রার (Zandra Rhodes) কাজের ব্যাপ্তি (Fashion Icon) অনেক। জানেন এই জ্যান্ড্রার পরিচয়? আজকের প্রতিবেদনে জানুন জ্যান্ড্রার (Zandra Rhodes) কাহিনী!

গোলাপি চুল,গোলাপি পোশাক,চোখের উপর নীল আইশ্যাডো,গোলাপি ঠোঁট,সঙ্গে নানা রঙের পাথরের গয়না। তাতেও আছে গোলাপির আধিক্য। এমন সাজেই অশীতিপর এক ‘তরুণী’ চষে বেড়াচ্ছেন গোটা কলকাতা (Kolkata Streets)। দু’দণ্ড স্বস্তির জলপান করতে করতে সেই জ্যান্ড্রো রোড্স্ (Zandra Rhodes) বলেন,’গোলাপিই হল এখনকার নেভি ব্লু,বুঝলেন (Pink is the new Navy Blue)! সব জায়গায় পরা যায়। যেমন করে পরবেন,তেমনই ভালো লাগবে।’

অন্য কেউ হলে সেই উক্তি দাপুটে (Arrogant) মনে হতে পারতো। তবে জ্যান্ড্র্যা সাজের জগৎটা হাতের তালুর মত চেনেন। সে জগৎও তাকে মাথায় তুলে রাখে। বলিউড বা দেশের অন্য কোনো প্রান্তের ফ্যাশন তারকা হলে এত স্বাচ্ছন্দ্যে কলকাতার ফাঁকা হলঘরে হেঁটে বেড়িয়ে গল্প করতে পারতেন না জ্যান্ড্র্যা। ক্যামেরার ঝলকানির মাঝে তারা থাকতেন সবসময়। কিন্তু জ্যান্ড্র্যা একেবারে নির্বিঘ্নে এখানে বেড়াতে (Effortless Traveler)এসেছেন। তার এক পরিচিত রয়েছে যে তিনি রাজকুমারী ডায়ানার পোশাক ডিজাইন করেছেন। ব্রিটিশ রাজপরিবারের বহু সদস্যের পোশাক সাজিয়েছেন তিনি।

তবে শুধু রাজকুমারী নন,ব্রিটিশ রক ব্যান্ডের গায়ক ফ্রেডি মারারিও ছিলেন তার দৃষ্টির অংশ। আমেরিকার হলিউডের নামকরা তারকাদের (Hollywood Celebrities)সাজও তৈরী করেছেন তিনি। ফ্যাশন জগতের এক অবিস্বরণীয় ইতিহাস তৈরী করেছেন ৫৫ বছর ধরে। তার অবদান যে অনেক বড় তা তার কোথায় পরিষ্কার। তিনি হাসতে হাসতে বলেন,মিউজিয়াম এখন অনেকেই জানেন! তবে আমি সবসময় ফ্যাশনের গল্প শেয়ার করতে পছন্দ করি (Fashion Stories)।

কলকাতার (Kolkata Streets) অলি গলি ঘুরে,এখানকার নানা দিক সম্পর্কে জানার সুযোগ পেয়ে তিনি খুব খুশি। আসলেই এই শহরের পুরোনো ইতিহাস থেকে আধুনিক চিত্রের পরিবর্তন,সব কিছুই দেখতে পেয়ে মুগ্ধ হয়েছেন তিনি। তাঁর কথায়,’কলকাতায় ২৪ বছর পর এলাম। একদিনেই ইতিহাস থেকে বর্তমান কত কিছু দেখে ফেললাম। ভাগ্যিস এলাম!’

জ্যান্ড্র্যা একসময় শাড়ি ডিজাইনও (Saree Designer) করেছেন। সত্তরের দশকে তিনি প্রথম ভারতে আসেন,শাড়ি দেখে মুগ্ধ হন,তারপর শাড়ি তৈরী করেন এবং তার প্রদর্শনীও করেছিলেন। বর্তমামনে কলকাতার পরিবর্তিত ফ্যাশন দেখেও তার আগ্রহ বাড়ছে। ‘এ দেশের সব জায়গায় আলাদা আলাদা সাজগোজ! আমি আগেও লক্ষ করেছিলাম,সবই সুন্দর। এখনও দেখি,খুব মজার’ বলে তার অভিমত জানান তিনি।

শিল্প ও সংস্কৃতির প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। তিনি বলেন,’আমার বন্ধুও শিল্পী। অ্যান্ড্রু যে কোচ আর পাথরের গয়না তৈরী করেছেন,সেগুলোই পড়েছি।’ তার বন্ধু অ্যান্ড্রু গয়না তৈরী করেন ,যা তিনি ওয়ারেবল আর্ট বা পরা যায় এমন শিল্প বলে অভিহিত করেন। জ্যান্ড্র্যা,টিনা,পল ও মাইকেল- সবাই অ্যান্ড্রুর তৈরী গয়না পরেছেন। এসব গয়না দেখে বোঝা যায়,তারাও শিল্পের এক গভীর ছোঁয়া অনুভব করেন।

জ্যান্ড্র্যা এই কাজগুলি কিভাবে সামলান? তার মুখে এক অভিজ্ঞান হাসি ফেটে পড়ে,’তবে তো আসল শিল্প! সবার ব্যক্তিত্ব অনুযায়ী তাদের সাজাই। এখনও তেমনি করি।’ এমন এক শিল্পী যিনি রাজকুমারী ডায়ানার পোশাক ডিজাইন করেন এবং একই সঙ্গে রক তারকাদের সাজান,তার কাজের প্রতি আবেগ যেন তার প্রতিটি বর্ণনায় ফুটে ওঠে।