WPL: মহিলা আইপিএলের প্রথম সুপার ওভারে আরসিবিকে হারাল ইউপি ওয়ারিয়র্জ

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: মহিলাদের আইপিএলের (WPL) ইতিহাসে প্রথম সুপার ওভারে (Super Over) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু‌কে (RCB) হারাল ইউপি ওয়ারিয়র্জ (UP Warriorz)। সোমবার চিন্নাস্বামীতে (Chinnaswamy Stadium) প্রথমে ব্যাট করতে নেমে ১৮০ রান করে বেঙ্গালুরু। জবাবে ১৮০ রানেই শেষ হয়ে যায় ইউপি। কিন্তু নাটকীয় সুপার ওভারে জয়ী হয় দীপ্তি শর্মার (Deepti Sharma) দল।

আরও পড়ুন: Champions Trophy: বাবররা ছিটকে যাওয়ায় বিশাল ক্ষতির মুখে পাকিস্তান, কী হবে এবার?

সোমবার টসে (Toss) জিতে প্রথমে ফিল্ডিং (Fielding) করার সিদ্ধান্ত নেয় ইউপি। ড্যানিয়েলে ওয়াট-হজের (Danielle Wyatt-Hodge) ৫৭ এবং এলিস পেরির (Ellyse Perry) অপরাজিত ৫৬ বলে ৯০ -রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানের পাহাড় খাড়া করে বেঙ্গালুরু। একটি করে উইকেট নেন চিনেল্লে হেনরি (Chinelle Henry), দীপ্তি শর্মা এবং তাহিলা ম্যাকগ্রা (Tahila McGrath)।

রান তাড়া (Run Chase) করতে নেমে ঝোড়ো শুরু করেন ইউপির ওপেনার (Opener) কিরণ নভগীরে (Kiran Navgire)। চারটি ৪ এবং একটি ৬ সহযোগে ১২ বলে ২৪ রান করেন তিনি। এরপর ক্যাপ্টেন দীপ্তি এসেও দ্রুত রান তুলতে থাকেন। অজি অলরাউন্ডার (Aussie All-rounder) কিম গ্রাথের (Kim Grath) এক ওভারে ১৪ রান করেন তিনি। কিন্তু ১৩ বলে ২৫ রান করে স্নেহা রানার (Sneha Rana) বলে উইকেটরক্ষক (Wicket Keeper) রিচা ঘোষের (Richa Ghosh) তালুবদ্ধ হন তিনি। এরপর নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে ইউপি। একটা সময় ১২৩ রানে ৭ উইকেট পড়ে যায় তাদের। জয়ের জন্য তখন‌ও প্রয়োজন ৩৫ বলে ৫৮ রান।

এখান থেকে দলের হাল ধরেন ইংল্যান্ডের (England) বাঁ-হাতি স্পিনার (Left arm spinner) সোফি একলেস্টোন (Sophie Ecclestone)। ফাইনাল ওভারে (Final Over) জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। হাতে ছিল ১ উইকেট। আরসিবির হয়ে বল করতে আসেন অভিজ্ঞ পেসার রেণুকা সিং (Renuka Singh)। প্রথম বলটি ডট হলেও পরের তিনটি বল যথাক্রমে দুটি ওভার বাউন্ডারি (Over boundary) ও একটি বাউন্ডারি (Boundary) হাঁকান একলেস্টোন। তারপরের বলে সিঙ্গেল নেন তিনি। কিন্তু শেষ বলে তিনি রান আউট হয়ে গেলে ম্যাচ গড়ায় সুপার ওভারে (WPL Super Over)। ১৯ বলে ৩৩ রানে থামে তাঁর লড়াই। আরসিবির হয়ে ৩ উইকেট নেন স্নেহা রানা এবং ২ টি করে উইকেট নিয়েছেন রেনুকা সিং ও কিম গ্রাথ (Kim Grath)।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

মহিলা আইপিএলের (WPL) ইতিহাসের প্রথম সুপার ওভারে কিম গ্রাথ ইউপিকে আটকে রাখে মাত্র ৮ রানে। কিন্তু সোমবারের রাত যেন ছিল শুধুমাত্র সোফি একলেস্টোনের‌ই। বল হাতে মাত্র ৪ রান দিয়ে মরশুমের দ্বিতীয় জয় এনে দেন তিনি তাঁর দলকে। আর এই নিয়ে ঘরের মাঠে পরপর দুই ম্যাচ হারল স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) বেঙ্গালুরু।