Advantage Assam 2.O: অসমে বিনিয়োগের জন্য PM Modi-র উপস্থিতিতে শিল্পপতিদের চাঁদের হাট

দেশ

নিউজ পোল ব্যুরো: ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদীর(Narendra Modi) নজরে ছিল উত্তর-পূর্বের রাজ্যগুলি। সময়ের সঙ্গে সঙ্গে বিজেপি উত্তর পূর্বের রাজ্যে নিজেদের প্রভাব বিস্তার করেছে। শুধু প্রভাবই নয় ক্ষমতাও দখল করে নিয়েছে। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর মোদীর উত্তর পূর্বের দিকে তাকানোর কথা বলেছিলেন। জানিয়েছিলেন উন্নয়নের কথা। সেই উত্তর পূর্বের কেন্দ্র বিন্দু অসমকে(Assam) ঢেলে সাজাতে তৎপর বিজেপি(BJP) সরকার। তৃতীয়ত মেয়াদে এবার মুকেশ আম্বানি(Mukesh Ambani) ও গৌতম আদানিকে(Goutam Adani) সঙ্গে নিয়েই এবার চেষ্টা করলেন অসমে লগ্নি টানার। উদ্বোধন করলেন, Advantage Assam 2.O-এর।

তৃতীয়বার ক্ষমতা দখলের পর জখন মোদীর বিরুদ্ধে উন্নয়ণ বিরোধীর তকমা সেঁটে দিতে তৎপর বিরোধীরা সেখানে দেশের মাটিতে নিজেকে প্রমান করার তাগিদে মেকিং ইন্ডিয়া প্রকল্পে জোর দিয়ে এবার উন্নয়নকে পাখির চোখ করতে চাইছেন প্রধানমন্ত্রী মোদী। যার আভাস পাওয়া গিয়েছে নির্মলা সীতারমণের পেশ করা বাজেটেও। উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ বাদে বেশিভাগ রাজ্যে কোথাও বিজেপি একক ভাবে কোথাও বা জোট সঙ্গীদের নিয়ে ক্ষমতা দখল করে রাজ্যপাট চালাচ্ছে। আর রাজ্যপাট চালাতে গিয়ে মাইক্রো লেভেল ডেভলপমেন্টকে(Micro Level Development) প্রধানমন্ত্রী হাতিয়ার করতে চাইছেন মেক ইন ইন্ডিয়া(Make in India) কর্মসূচির মাধ্যমে। এর ফলে একদিনে যেমন জনগণের আয় বাড়বে অন্যদিকে তেমন তৈরি হবে ঘরে ঘরে স-রোজগার যোজনা। বিশেষ করে এমএসএমই(MSME) প্রকল্পগুলি রয়েছে এবার Advantage Assam 2.O সামিটের প্রধান কেন্দ্র বিন্দু।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে যখন বেঙ্গল গ্লোবাল সামিট হয় সেখানে কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও মন্ত্রীকে দেখা না গেলেও অসম সামিটে বলা যেতে পারে মোদীর পাশাপাশি কিউতে রয়েছেন একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীরা। মধ্যমণি অবশ্যই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা(Hemant Biswa Sharma) । তবে মিশন অসমে কর্মসূচি সফল হলে দেশজুড়ে আরও একবার যে “মোদী হ্যায় তো মুমকিন হ্যায়” হাওয়া উঠবে।