Abhishek Banerjee: নাম না করে ইঙ্গিতপূর্ণ বার্তা, অভিষেকের পোস্টে নয়া সমীকরণ দেখতে পাচ্ছেন বিশ্লেষকরা

কলকাতা রাজনীতি রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: কারো নাম না করে আরো একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তৃণমূলের রাজ্য সম্মেলনের আগে তাঁর এই পোস্টে নয়া সমীকরণের ইঙ্গিত দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুনঃ Cyber Crime: বিরাট সাফল্য! কলকাতা পুলিশের জালে ৪ সাইবার অপরাধী

বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে তৃণমূলের রাজ্য সম্মেলন। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এই সম্মেলনের গুরুত্ব যে অপরিসীম তা আর বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে এই সম্মেলনেই আসন্ন বিধানসভা নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরি শুরু করতে পারে তৃণমূল। এদিকে তার আগেই অভিষেকের (Abhishek Banerjee) অত্যন্ত ইঙ্গিতবাহী পোস্ট।

ইনস্টাগ্রামে অভিষেক (Abhishek Banerjee) লিখেছেন, “যিনি লড়াইয়ের ইচ্ছা রাখবেন, তাঁর প্রথমে কী কী মূল্য চোকাতে হতে পারে তার হিসেব করে নেওয়া দরকার।” অভিষেকের এই পোস্ট ঘিরে খুব স্বাভাবিকভাবেই চর্চা তুঙ্গে রাজনৈতিক মহলে। জল্পনা শুরু হয়েছে এক নয়া সমীকরণ নিয়ে। কেউ কেউ তো এমনটাও বলছেন যে তৃণমূলের অন্দরে এখন নবীন বিরোধী হাওয়া বইছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

উল্লেখ্য, ইদানিংকালে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও যেমন অভিষেককে নিয়ে তেমন কিছু বলতে শোনা যায় না, তেমনিই অভিষেকও শুভেন্দু প্রসঙ্গে স্পিকটি নট। বরং দ্বৈরথটা এখন সরাসরি মমতা বনাম শুভেন্দু। এই বিষয়টিতে বিশ্লেষকরা যে নয়া রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেখতে পাচ্ছিলেন, অভিষেকের পোস্ট তা যে আরো উস্কে দিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে রাজনীতিতে সব সময় দুয়ে দুয়ে যে চার হয় না, তা কে না জানে? অদূর ভবিষ্যতে বঙ্গ রাজনীতিতে সত্যিই কোনো নয়া সমীকরণ দেখা যায় কি না তা সময়ই বলে দেবে।