Agriculture: নতুন দিশায় কৃষির সাফল্য! ভদ্র রায়ের সফলতা জানুন

দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: এবার কৃষিকাজের (Agricultural work) চিরাচরিত রীতি (Traditional custom) থেকে বেরিয়ে নতুন দিশায় পা রাখলেন উত্তর দিনাজপুর জেলার কৃষক (Farmer)। স্ট্রবেরি (Strawberry), ড্রাগন (Dragon) ফল সহ বিভিন্ন প্রজাতির ফুল ও ফল চাষ করে তিনি অর্জন করেছেন বিপুল সাফল্য। নাম ভদ্র রায়। কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈইল গ্রামে, যেখানে সাধারণত কৃষকরা ধান গম বা সবজি চাষ করে থাকেন। সেখানে ভদ্র রায়ের উত্তর সত্যিই নজরকাড়া। বি এ পাশ করা এই যুবক তার দুই বিঘা জমিতে আধুনিক কৃষির মডেল তৈরি করেছেন এবং রাজ্য সরকারের (State Government) পক্ষ থেকে বিশেষ সম্মান (Honor) পেয়েছেন।

আরও পড়ুন:https://www.facebook.com/share/p/1DHJyc2kFz/

রাজ্য সরকারের হর্টিকালচার ফ্রুট ফেস্টিভালে (Horticulture Fruit Festival) ২০-২২ ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তিন দিনব্যাপী এক আয়োজন অনুষ্ঠিত হয়েছিল। ২২ ফেব্রুয়ারি মঞ্চে দাঁড়িয়ে ভদ্র রায় তার কৃষি জীবনের সফলতার (Success) গল্প তুলে ধরেন এবং সম্মাননা (Honors) লাভ করেন। ২৬ বছর বয়সী এই কৃষক বলেন, ‘আমি গত পাঁচ বছর ধরে জেলা উদ্যান পাল দফতরের সহায়তায় ড্রাগন, স্ট্রবেরি এবং বিভিন্ন ফুল চাষ করছি। এখন আমি সাবলম্বী এবং এই সম্মাননা আমাকে আরো বেশি অনুপ্রাণিত করেছে।’

ভদ্র রায় আরও জানান, ‘চিরাচরিত কৃষিকাজের (Traditional farming) বাইরে গিয়ে নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী কৃষি পদ্ধতি অনুসরণ করে যে কেউ সফল হতে পারে।’ তার সফলতা প্রমাণ করে যে আজকে যুবকরা যদি ফুল ও ফল চাষের দিকে মনোনিবেশ করে তবে তারা নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এবং দেশের কৃষি ক্ষেত্রকে আরো উন্নত করতে সহায়ক হতে পারে।এই সফল উদ্যোগের জন্য ভদ্র রায়,যিনি কৃষিতে নতুনত্বের পরিচায়ক, রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সন্মান পেয়েছেন।নিউজ পোল ব্যুরো: এবার কৃষিকাজের (Agricultural work) চিরাচরিত রীতি (Traditional custom) থেকে বেরিয়ে নতুন দিশায় পা রাখলেন উত্তর দিনাজপুর জেলার কৃষক (Farmer)। স্ট্রবেরি (Strawberry), ড্রাগন (Dragon) ফল সহ বিভিন্ন প্রজাতির ফুল ও ফল চাষ করে তিনি অর্জন করেছেন বিপুল সাফল্য। নাম ভদ্র রায়। কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈইল গ্রামে, যেখানে সাধারণত কৃষকরা ধান গম বা সবজি চাষ করে থাকেন। সেখানে ভদ্র রায়ের উত্তর সত্যিই নজরকাড়া। বি এ পাশ করা এই যুবক তার দুই বিঘা জমিতে আধুনিক কৃষির মডেল তৈরি করেছেন এবং রাজ্য সরকারের (State Government) পক্ষ থেকে বিশেষ সম্মান (Honor) পেয়েছেন।

রাজ্য সরকারের হর্টিকালচার ফ্রুট ফেস্টিভালে (Horticulture Fruit Festival) ২০-২২ ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তিন দিনব্যাপী এক আয়োজন অনুষ্ঠিত হয়েছিল। ২২ ফেব্রুয়ারি মঞ্চে দাঁড়িয়ে ভদ্র রায় তার কৃষি জীবনের সফলতার (Success) গল্প তুলে ধরেন এবং সম্মাননা (Honors) লাভ করেন। ২৬ বছর বয়সী এই কৃষক বলেন, ‘আমি গত পাঁচ বছর ধরে জেলা উদ্যান পাল দফতরের সহায়তায় ড্রাগন, স্ট্রবেরি এবং বিভিন্ন ফুল চাষ করছি। এখন আমি সাবলম্বী এবং এই সম্মাননা আমাকে আরো বেশি অনুপ্রাণিত করেছে।’

ভদ্র রায় আরও জানান, ‘চিরাচরিত কৃষিকাজের (Traditional farming) বাইরে গিয়ে নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী কৃষি পদ্ধতি অনুসরণ করে যে কেউ সফল হতে পারে।’ তার সফলতা প্রমাণ করে যে আজকে যুবকরা যদি ফুল ও ফল চাষের দিকে মনোনিবেশ করে তবে তারা নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এবং দেশের কৃষি ক্ষেত্রকে আরো উন্নত করতে সহায়ক হতে পারে।এই সফল উদ্যোগের জন্য ভদ্র রায়,যিনি কৃষিতে নতুনত্বের পরিচায়ক, রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সন্মান পেয়েছেন।

আরও পড়ুন:https://www.facebook.com/share/p/15i67vKNZd/