KMC Holiday Notice: বিশ্বকর্মা পুজোর বদলে ঈদে দুদিন ছুটি, কলকাতা পুরসভার নোটিশ ঘিরে বিতর্ক

কলকাতা রাজনীতি রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) নোটিশ (KMC Holiday Notice) ঘিরে বিতর্ক। পুরসভার শিক্ষা বিভাগের একটি ছুটির নোটিশ ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছে। এই নোটিশে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হয়েছে। অন্যদিকে ঈদ উল ফিতর উপলক্ষ্যে একদিনের পরিবর্তে দুদিন ছুটি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: সভাপতি ঠিক হওয়ার আগে ঘনঘন দিল্লিতে কেন শুভেন্দু?

এবারের ঈদ উল ফিতর পড়েছে আগামী ৩১ মার্চ। সেই দিনটির পাশাপাশি এপ্রিল মাসের ১ তারিখও ছুটি ঘোষণা করা হয় নোটিশে (KMC Holiday Notice)। এদিকে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হয়েছে। উল্লেখ্য, প্রতিবছরের মত এবারের বিশ্বকর্মা পুজোও ১৭ সেপ্টেম্বর। নোটিশ-কান্ডে শোকজ করা হয়েছে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ শংকর ধারাকে। কেন ওই ধরণের নোটিশ জারি করা হয়েছে, অবিলম্বে তার কারণ দর্শাতে বলা হয়েছে তাঁকে।

কলকাতা পৌরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা জানিয়েছেন এই নোটিশের কারণ জানার পর একটি কড়া পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়ে। কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন বিবৃতি দিয়ে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই ওই নোটিশ দেওয়া হয়েছিল। কলকাতা পুরসভা এই নোটিশটির বিষয়ে কিছু জানত না। তাই এই নোটিশ বাতিল করা হয়েছে। আর এরপরই শোকজ করা হয়েছে শিক্ষা বিভাগের আধিকারিককে।

এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধীরা। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, কলকাতাকে মিনি পাকিস্তান বানিয়ে দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বলেন, “সারা দেশে যেখানে ঈদ উল ফিতরের জন্য একদিন ছুটি দেওয়া হয়, সেখানে মেয়র ফিরহাদ হাকিমের আমলে কলকাতা পুরসভার অধীনে থাকা স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হল। আর ঈদ উল ফিতরের ছুটি দুদিন করা হল। এই ঘটনা প্রতিটি বাঙালি সনাতনীর হৃদয়ে আঘাত দেবে এবং মনে অশান্তির সৃষ্টি করবে।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এদিকে প্রশ্ন উঠছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই শিক্ষা বিভাগ কীভাবে ছুটির বিজ্ঞপ্তি জারি করতে পারে? এও প্রশ্ন উঠছে, তাহলে কি চাপে পড়েই ছুটি নিয়ে বিজ্ঞপ্তিটি (KMC Holiday Notice) বাতিল করতে বাধ্য হল কলকাতা পুরসভা? উল্লেখ্য, তড়িঘড়ি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে রাজ্য সরকারি ছুটি তালিকা অনুযায়ী ছুটি ঘোষণা হবে।