নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে (South Bengal) টানা কয়েকদিন ধরে চলা ঝড়-বৃষ্টির পালা আপাতত শেষ হতে চলেছে। আবহাওয়া দপ্তরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (Temperature) উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। কলকাতা (Kolkata) সহ বিভিন্ন জেলায় পারদ ৩০ ডিগ্রি সেলসিয়াসের(WB Weather Update) ওপরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ফলে ধীরে ধীরে গরমের অনুভূতি (Heat Sensation) বাড়বে, বিশেষ করে সপ্তাহান্তে (Weekend)। আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Meteorological Department) জানিয়েছে, আজ থেকেই তাপমাত্রার ঊর্ধ্বগতি শুরু হবে। মার্চ (March) মাসের শুরুতেই ভ্যাপসা গরমের (Humidity) প্রকোপ দেখা দিতে পারে। যদিও আগামী দু’দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আবহাওয়া মনোরম থাকবে, তবে উইকেন্ডে রোদ ঝলমলে (Sunny Weather) পরিবেশ দেখা যাবে এবং গরমের অনুভূতি আরও বাড়বে।
আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/26/bjp-press-conference-bengal-political-controversy/
বৃহস্পতিবারের (Thursday) পর থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির (Rain) কোনো সম্ভাবনা নেই। সকালবেলায় কিছু এলাকায় মেঘলা আকাশ (Cloudy Sky) থাকতে পারে, তবে দিনের বেলা আকাশ পরিষ্কার হয়ে যাবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) শনি ও রবিবার নাগাদ ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) ৩০ ডিগ্রি বা তার ওপরে যেতে পারে। আপাতত কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা(WB Weather Update) নেই, ফলে বসন্তের (Spring Season) আবহ বজায় থাকবে।
আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/26/rajasthan-dholpur-road-accident-overloaded-truck-overturns/
দক্ষিণবঙ্গের আবহাওয়ার(WB Weather Update) থেকে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাবে উত্তরবঙ্গে (North Bengal)। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শনিবারের (Saturday) মধ্যে দার্জিলিংয়ে (Darjeeling) তুষারপাত (Snowfall) হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar) ও জলপাইগুড়ি (Jalpaiguri)-তে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত (Thunderstorm with Rain) হতে পারে। উত্তরবঙ্গের কিছু অঞ্চলে কুয়াশার (Fog) প্রভাব থাকতে পারে, যা সকালবেলায় দৃশ্যমান হবে। বিশেষ করে পাহাড়ি এলাকায় (Hilly Regions) তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে সেখানে শীতের অনুভূতি বজায় থাকবে।