Mamata Banerjee: শুধু ভাষণ নয়, ভবানীপুর থেকে সংগঠনের কাজ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী

breakingnews কলকাতা রাজনীতি শহর

নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে(Netaji Indoor Stadium) মহাসমাবেশ থেকে আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মূল নিশানা এ বার ইলেকশন কমিশন (Election Commission of India)। তাঁর অভিযোগ,ভোটার তালিকা জাল (Voter List Manipulation) করে বাংলায় ভূতুড়ে ভোটার ঢোকানো হচ্ছে এবং এর নেপথ্যে রয়েছে বিজেপি। মমতার দাবি, এপিক কার্ড ইস্যু করে বাংলার ভোটারের একই এপিক নম্বর(EPIC Number)-এ হরিয়ানা, গুজরাতের ব্যক্তিদের নাম তোলা হচ্ছে। উদাহরণ দিতে গিয়ে তিনি(Mamata Banerjee) বলেন, মুর্শিদাবাদ রানিনগর(Murshidabad Raninagar)-এ এক ভোটারের এপিক নম্বর (EPIC Number)-এ হরিয়ানার এক ব্যক্তির নাম উঠেছে, একই ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের গঙ্গারামপুর, যেখানে গুজরাতের কারও নাম যুক্ত হয়েছে। তিনি বলেন, ঠিক একই ভাবে মহারাষ্ট্র ও দিল্লিতে(Maharashtra ও Delhi)বিজেপি দখল করেছে।

আরও পড়ুন:-https://thenewspole.com/2025/02/27/mamata-is-trying-to-become-a-hindu-explosive-state-bjp-president-sukanta-majumdar/

মমতা সরাসরি সদ্যনিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)-এর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, Gyanesh Kumar গুজরাতে Amit Shah-এর অধীনস্থ (Co-operative Department)-এ সচিব ছিলেন এবং তিনি বিজেপির হয়ে কাজ করছেন। তিনি বলেন, আধার কার্ড জালিয়াতি (Aadhaar Card Scam) করে ভোটার তালিকা পরিবর্তন করা হচ্ছে। নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘‘আমরা ২৬ দিন হাঙ্গার স্ট্রাইক (Hunger Strike) করতে পারি, দরকার হলে ইলেকশন কমিশন (Election Commission Office Protest)-ও করব।’’ তাঁর অভিযোগ, বিজেপি দু’টি সংস্থাকে ব্যবহার করে ভুয়ো ভোটার তালিকা (Fake Voter Addition) করছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

মমতার নির্দেশ(Mamata Banerjee), দলকে শুক্রবার থেকেই এই কাজ শুরু করতে হবে। জেলা সভাপতিদের প্রতি কড়া নির্দেশ, তিন দিন অন্তর (TMC Headquarters)-এ রিপোর্ট পাঠাতে হবে। ইতিমধ্যেই সুব্রত বক্সি (Subrata Bakshi)-র নেতৃত্বে ৩৫ জনের কমিটি গঠন করা হয়েছে। মমতা জানান, রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ(Sagarika Ghosh) তাঁকে প্রথম এই বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি(Mamata Banerjee) রাজ্যের মানুষকে আহ্বান জানান, নিজেদের ভোটার আইডি ভেরিফিকেশন (Voter ID Verification) করে নিতে। তাঁর স্পষ্ট বার্তা, বিজেপির লক্ষ্য একদিকে ভুতুড়ে ভোটার তালিকা (Ghost Voter Addition), অন্যদিকে বাংলার মানুষের নাম বাদ দেওয়া।