নিউজ পোল ব্যুরো: বদ্রীনাথে ( Badrinath) ভবয়াবহ তুষারধস। শুক্রবার উত্তরাখণ্ডের (Uttarakhand) বদ্রীনাথ এবং এর আশেপাশের এলাকায় তুষারধসের জেরে ৪৭ জন শ্রমিক আটকা পড়েছেন বলে জানা গিয়েছে। ৫৭ জন আটকা পড়ে থাকলেও কমপক্ষে ১০ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চলছে।
আটকে পড়া শ্রমিকরা সীমান্ত সড়ক সংস্থার (BRO) একজন ঠিকাদারের সঙ্গে কাজ করছিলেন বলে জানা গিয়েছে। ভারী তুষারপাতের পরে, বদ্রীনাথের ওপারে মানা গ্রামের কাছে একটি তুষারধসের ঘটনা ঘটেছে। এখনও ৪৭ জন শ্রমিক এখনও তুষারের নিচে আটকা পড়ে আছেন। প্রাথমিক তথ্য অনুসারে, ঘটনাস্থলে ৫৭ জন শ্রমিক উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, আবার কেউ কেউ তুষারধসের সময় পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। প্রশাসন এবং বিআরও-এর দল ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযান চলছে। জানা গিয়েছে, শ্রমিকরা একটি বেসরকারি ঠিকাদারের অধীনে রাস্তা নির্মাণে নিযুক্ত ছিলেন । খবর পেয়েই স্থানীয়দের সঙ্গে আইটিবিপি এবং গাড়োয়াল স্কাউটরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শ্রমিকদের দ্রুত উদ্ধারের জন্য প্রার্থনা করেছেন।
আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/28/farmer-protest-dhupguri-road-blockade-10-point-demands/
উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ধামি বলেন: “”চামোলি জেলার মানা গ্রামের কাছে BRO-এর নির্মাণ কাজের সময় তুষারধসের নিচে অনেক শ্রমিক চাপা পড়ার দুঃখজনক খবর পেয়েছি। ITBP, BRO এবং অন্যান্য উদ্ধারকারী দল ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে। আমি সকল শ্রমিক ভাইদের নিরাপত্তার জন্য ভগবান বদ্রী বিশালের কাছে প্রার্থনা করছি।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/