West Bengal Weather Forecast: গরমের দোরগোড়ায় দক্ষিণবঙ্গ, কিন্তু উত্তরে নামবে বৃষ্টি! জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: ফেব্রুয়ারির শেষ আর মার্চের শুরুতেই রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। শীতের রেশ এখন প্রায় নেই বললেই চলে। পরিবর্তে গরমের (Summer) অনুভূতি শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দফতরের(West Bengal Weather Forecast) পূর্বাভাস বলছে, মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যের তাপমাত্রা বাড়বে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal Weather) কিছু এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কোথায় কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন বিস্তারিত।

আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/27/south-bengal-to-heat-up-as-rain-ends-north-bengal-may-see-snow/

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মার্চের শুরু থেকেই বাড়তে চলেছে তাপমাত্রা (Temperature Rise)। আগামী ২ দিনের মধ্যে পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া— এই সব জেলাগুলির আবহাওয়া শুষ্ক (Dry Weather) থাকবে। এদিকে, শহর কলকাতার (Kolkata Weather) তাপমাত্রা ক্রমশ বাড়ছে। ১ ও ২ মার্চ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা(West Bengal Weather Forecast) ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে। সকালের দিকে উপকূলবর্তী এলাকায় (Coastal Areas) কিছুটা কুয়াশা (Fog) দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে যাবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

উত্তরবঙ্গে আবহাওয়া (North Bengal Rain) দক্ষিণবঙ্গের থেকে একেবারে ভিন্ন হতে চলেছে। ১ মার্চ দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong) এবং আলিপুরদুয়ারে (Alipurduar) বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে। এমনকি উইকেন্ডে দার্জিলিঙে (Darjeeling Snowfall) তুষারপাতও (Snowfall) হতে পারে বলে অনুমান করছে আবহাওয়া(West Bengal Weather Forecast) দফতর। ২ ও ৩ মার্চ, রবিবার এবং সোমবার রাজ্যের কোনও জেলায় বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ৪ ও ৫ মার্চ ফের দার্জিলিঙে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।