নিউজ পোল ব্যুরো, কলকাতা: আট বছর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সমবায়ের (Co-operative) ভোটগ্রহণ (Election)। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মীদের ভোটে বামেদের (CPIM) জয় জয়কার। মোট ৫৮টি আসনের মধ্যে ৫১টি আসনে জয়ী বামপন্থী (Left front) সমবায় মঞ্চ। বাকি সাতটি আসনে জয়ী তৃণমূলপন্থী (Trinamool Congress) ঐতিহ্য রক্ষা কমিটি।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/28/jagdeep-dhankhar-tarapith-temple-west-bengal-visit/
প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে যাদবপুর (Jadavpur University) সমবায়ের ভোট হয়েছিল। ২০২১ সালে এর মেয়াদ শেষ হয়। তার পর বিশেষ আধিকারিক নিয়োগ করে চালানো হচ্ছিল সমবায়। যাদবপুরের এই সমবায়টি সাত দশকের পুরনো। ঋণ দেওয়া থেকে নানা দরকারে অশিক্ষক, শিক্ষক কর্মীরা এই সমবায়ের দ্বারস্থ হন।
এ রাজ্যে (West Bengal) লোকসভা (Loksabha) ও বিধানসভা (Vidhansabha) ভোটে হেরেছে বামেরা। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভোটে জয় পেল বামেরা।দেড় দশক আগে বাংলার গাঁয়ে গঞ্জে লালঝাণ্ডা ছাড়া সেভাবে কিছুই দেখা যেত না। পালাবদলের বাংলায় সময়ের সঙ্গে সঙ্গে সিপিএম ক্রমেই ক্ষয়িষ্ণু হয়েছে। এমনকি ভোটে জামানত জব্দ হয়েছে বামেদের।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
সদ্য সমাপ্ত যাদবপুরে (Jadavpur University) লাল ঝান্ডা ওড়ার হুঁশিয়ারি দিয়ে হেরেছে বামেদের। সেই যাদবপুরেই এবার সমবায় ভোটে বামেদের জয়। এই জয় নিয়ে বাম সমর্থিত সমবায় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে পার্থপ্রতিম রায় বলেছেন, “দীর্ঘদিন ধরে ভোট আটকে কোঅপারেটিভের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু, বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষক-কর্মচারি ও আধিকারিকরা বুঝিয়ে দিলেন তাঁরা তাঁদের সংরক্ষিত অর্থ সুরক্ষিত হাতেই রাখতে চান। আগের ভোটেও বামেরাই আধিপত্যের সঙ্গে জিতেছিল।”