Bank Holidays in March: জেনে নিন মার্চে কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাংক

দেশ

নিউজ পোল ব্যুরো: শনিবার পড়ে গেছে মার্চ মাস (March)। অর্থনৈতিক দিক থেকে মার্চ খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ এটি একটি অর্থবর্ষের (Financial Year) অন্তিম মাস। এপ্রিল (April) থেকে আবার একটি নতুন অর্থবর্ষের সূচনা হয়। তাই ব্যাংকিং সেক্টরের (Banking Sector) ক্ষেত্রে এই মার্চ মাস ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এই মার্চ মাস জুড়েও রয়েছে বেশ কিছু উৎসব। ফলে বেশ কিছুদিন বন্ধ থাকবে ব্যাংক (Bank Holidays in March)। মার্চ মোট মোট ১৩ দিন ব্যাংকিং পরিষেবা (Banking Service) পাবেন না গ্রাহকরা (Customers)। তাই জরুরি কোন কাজ থাকলে আগেভাগে দেখে নিন চলতি মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংকের পরিষেবা।

ভারতের ব্যাংকগুলিতে (Indian Banks) সারা বছর ধরে নির্দিষ্ট ছুটি থাকে। এই ছুটির দিনগুলি (Bank Holidays in March) ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) দ্বারা ঘোষণা করা হয়। তবে এই ছুটিগুলি রাজ্যভেদে ভিন্ন হয়।সমস্ত ব্যাংক মাসের দ্বিতীয় (Second Saturday) এবং চতুর্থ শনিবার (Fourth Saturday) ও সব রবিবার (Sunday) বন্ধ থাকে এবং ব্যাংকগুলি মাসের প্রথম এবং তৃতীয় শনিবারে (কিছু ক্ষেত্রে পঞ্চম) কাজ করে যদি না আরবিআইয়ের ছুটির তালিকায় ছুটির দিন ঘোষণা করা হয়।

এইবার ১ মার্চ (1st March) পড়েছে শনিবার। এদিন ব্যাংক (Bank Holidays in March) খোলা থাকবে নাকি বন্ধ থাকবে?
এই শনিবার, ১ মার্চ, ২০২৫ তারিখে ব্যাংক খোলা থাকবে কারণ এটি মাসের প্রথম শনিবার (First Saturday)।

আরও পড়ুন: Stock Market: ভারতীয় বাজারে বুলের মাথায় রক্তক্ষরণ অব্যাহত

একনজরে ২০২৫ সালের মার্চ মাসে ব্যাংক ছুটি (Bank Holidays in March):


৭ মার্চ (শুক্রবার): চাপচার কুট উৎসব উপলক্ষে আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩ মার্চ (বৃহস্পতিবার): হোলিকা দহন এবং আট্টুকাল পোঙ্গলার জন্য উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড এবং কেরালায় ব্যাংকগুলি বন্ধ থাকবে।
১৪ মার্চ (শুক্রবার): হোলি, ধুলেটি, ধুলান্ডি, দোল যাত্রা উপলক্ষে ত্রিপুরা, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, মণিপুর, কেরালা এবং নাগাল্যান্ড ছাড়া বেশিরভাগ রাজ্যে ব্যাংক বন্ধ।
১৫ মার্চ (শনিবার): নির্বাচিত রাজ্যগুলিতে হোলি এবং ইয়াওসেং দিবসের জন্য আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল এবং পাটনায় ব্যাংক বন্ধ থাকবে।
২৭ মার্চ (বৃহস্পতিবার): শবে কদর এদিন জম্মুতে ব্যাংক বন্ধ।
২৮ মার্চ (শুক্রবার): জুমাতুল বিদার জন্য জম্মু ও কাশ্মীরে ব্যাংক বন্ধ।
৩১ মার্চ (সোমবার): রমজান-ঈদ (ঈদুল ফিতর) (শাওয়াল-১)/খুতুব-ই-রমজানের জন্য বেশিরভাগ রাজ্যে সরকারি ছুটি থাকলেও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) এইদিন ব্যাঙ্কের ছুটি বাতিল করেছে। কারণ ৩১ মার্চ হল ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ দিন। যার অর্থ হল নতুন অর্থবছর শুরু হওয়ার আগেই সরকারি রাজস্ব, অর্থপ্রদান এবং সেটলমেন্ট সম্পর্কিত সমস্ত লেনদেন সম্পন্ন করতে হবে। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ দিনে সমস্ত সরকারি লেনদেন যাতে সঠিকভাবে সম্পন্ন করা যায়, সেজন্য আরবিআই এই নির্দেশ জারি করেছে বলে জানানো হয়েছে।

তবে উপরে উল্লিখিত সমস্ত তারিখে ব্যাংক শাখা বন্ধ থাকলেও, গ্রাহকরা সারা বছর ডিজিটাল বা নেট ব্যাংকিং পরিষেবা (Digital or Net Banking) ব্যবহার করতে পারবেন। প্রযুক্তিগত কোন ত্রুটি (Server Issue) না থাকলে সমস্ত ব্যাংক ওয়েবসাইট (Banking Website), ব্যাংকিং অ্যাপ (Banking Apps), ইউপিআই (UPI) এবং এটিএম (ATM) পরিষেবা সারা বছর সক্রিয় থাকে। এমনকি আপনি এই দিনগুলিতে ডিজিটালভাবে একটি স্থায়ী আমানত (Fixed Deposit) বা পুনরাবৃত্তি আমানত (Recurring Deposit) শুরুও করতে পারেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

(বিঃদ্রঃ- মার্চের ৮ ও ২২ তারিখ যথাক্রমে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার আর ২,৯,১৬, ২৩ এবং ৩০ তারিখ রবিবার হ‌ওয়ার কারণে সাধারণ নিয়ম অনুযায়ী ব্যাংক বন্ধ থাকবে।)