নিউজ পোল ব্যুরো: তাঁকে পাল্টিকুমার বলে ডাকা হয়। কতবার যে দল বদল করেছেন তা হয়ত গুনেও শেষ করা যাবে না। হ্যাঁ, কথা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে (Nitish Kumar) নিয়ে। সামনেই রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে পারদ চড়ছে। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী থাকবেন নাকি মহারাষ্ট্র-দিল্লির মত বিজেপি কৌতূহল জিইয়ে রেখে অন্য মুখ সামনে আনবে এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। এই জল্পনার মাঝেই মিলেছে সেই প্রশ্নের উত্তর।
নীতিশ কুমারকে নিয়ে জল্পনার মাঝেই বিজেপি পুনরায় নিশ্চিত করেছে যে আসন্ন নির্বাচনে নীতীশ কুমার এনডিএ-র নেতৃত্ব দেবেন। ক্ষমতাসীন জোটের মুখ্যমন্ত্রী পদ নিয়ে যে কোনও জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে সূত্র এমনটাই জানিয়েছে । তবে, সূত্র আরও জানিয়েছে যে নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ ধরে রাখবেন নাকি অন্য কাউকে দায়িত্ব হস্তান্তর করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যেই বিজেপি জনগণের রাজনৈতিক মেজাজ মূল্যায়ন করার জন্য বিহারের সমস্ত বিধানসভা নির্বাচনী এলাকায় সমীক্ষা চালাচ্ছে। সূত্র জানিয়েছে, সমীক্ষা ফলাফলের ভিত্তিতে এনডিএ জোটের জোটসঙ্গীদের মধ্যে আসন বণ্টন নির্ধারণ করা হবে। সমীক্ষা ফলাফল পাওয়া গেলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে, যাতে প্রতিটি আসনের সবচেয়ে শক্তিশালী প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়।
আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/03/01/mysterious-deaths-behala-shakuntala-park/
সাম্প্রতিক হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লি নির্বাচনে বিহারে বড় সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইছে বিজেপি। ভোটারদের নাড়িনক্ষত্র জানার জন্য প্রতিটি বিধানসভা কেন্দ্রে সমীক্ষা পরিচালনা করছে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে এনডিএ-র অংশীদারদের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করা হবে। এনডিএ জিতলে কোন দল কতটি মন্ত্রিসভা পাবে তাও জরিপের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে। সূত্রের খবর অনুযায়ী আকর্ষণীয় বিষয় নির্বাচনের আগে মন্ত্রিসভায় কতজন থাকবে তা নির্ধারণ করা হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, বিহারে এনডিএ জোটের শরিকদের মধ্যে রয়েছে বিজেপি, নীতীশ কুমারের (Nitish Kumar) জনতা দল ইউনাইটেড (JDU), চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), জিতন রাম মাঞ্জির হিন্দুস্তানি আওয়ামী মোর্চা (HAM) এবং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক সমতা পার্টি (RLSP)। সূত্রের খবর, বিজেপি প্রায় ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে, যেখানে জেডিইউ ৯০ থেকে ৯৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। বাকি আসনগুলি এলজেপি, এইচএএম এবং আরএলএসপির মধ্যে ভাগ করা হবে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/