নিউজ পোল ব্যুরো: বুধবার দ্বিতীয় সেমিফাইনালে (Second Semifinal) দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ৫০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (Champions Trophy Final) ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড (IND vs NZ)। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত (Indian Cricket Team) নিউজিল্যান্ডকে (New Zealand) হারালেও, রোহিত (Rohit Sharma)-কোহলিদের (Virat Kohli) যথেষ্ট বেগ দিয়েছিল মিচেল স্যান্টনারের (Mitchell Santner) দল। এবার ফাইনালে উঠেই ভারতকে চাপে ফেলার হুঁশিয়ারি দিয়ে রাখলেন কিউয়ি অধিনায়ক (Kiwi Captain)।
আরও পড়ুন: IND Vs NZ: ভারতের বিরুদ্ধে কেন এগিয়ে কিউইরা?
গত রবিবার রোহিত শর্মারা নিউজিল্যান্ডকে হারায় ৪৪ রানে। কিন্তু প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড বোলিংয়ের সামনে চাপে পড়ে যান তাঁরা। ব্যর্থ হন ভারতের টপ থ্রি ব্যাটার। পরে শ্রেয়স আইয়ার (৭৯) এবং হার্দিক পান্ড্য (৪৫) হাল ধরলে ২৪৯ -এর সন্তোষজনক টোটালে পৌঁছায় ভারতের স্কোর। নিউজিল্যান্ডের হয়ে পাঁচ উইকেট নেন ম্যাট হেনরি। রান তাড়া করতে নেমে যদিও কেন উইলিয়ামসন (৮১) ছাড়া ভারতীয় স্পিনারদের সামনে আর কোন কিউয়ি ব্যাটার দাঁড়াতে পারেননি। পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন বরুন চক্রবর্তী। তবে সেইদিন ম্যাচ হারলেও ৯ মার্চ ফাইনালে (Champions Trophy Final) একইভাবে ভারতীয় দলকে সমস্যায় ফেলবেন বলে জানিয়েছেন ব্ল্যাকক্যাপ অধিনায়ক স্যান্টনার।
সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে নিজেও ভাল পারফর্ম করেছেন স্যান্টনার। নিয়েছেন তিন উইকেট। লেগ স্পিনকে যেন এক শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন তিনি। উইকেটে থিতু হয়ে যাওয়া প্রোটিয়া অধিনায়ক বাভুমা (৫৬), ভ্যান ডার ডাসেন (৬৯) এবং বিপজ্জনক হয়ে ওঠার আগেই ক্লাসেনের (৩) গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। বুধবার জয়ের পর তিনি বলেন, “ফাইনালে (Champions Trophy Final) ওঠার অনুভূতিটা দারুন। একটা ভালো ম্যাচ খেললাম। ভারতের বিপক্ষেও আমরা ভাল খেলেছিলাম। আবারও ওদের চাপে ফেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি একটা দারুন ম্যাচ হবে।“
স্যান্টনার আরও বলেছেন, “আমরা দুবাইয়ে একবার খেলেছি। যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ভারতের বিরুদ্ধে খেলার সেই অভিজ্ঞতা কাজে লাগবে। আমরা বুঝে গেছি কোন কৌশলে ম্যাচ বের করতে হবে। তবে টসে জেতাটা জরুরি।“ বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির নক-আউটের ইতিহাসে সর্বোচ্চ রানের (৩৬২) রেকর্ড গড়ে নিউজিল্যান্ড। সেঞ্চুরি হাঁকান ওপেনার রচিন রবীন্দ্র (১০৮) এবং কেন উইলিয়ামসন (১০২)। সেই প্রসঙ্গে স্যান্টনার বলেন, “এতটা রান হবে আশা করিনি। আমরা ৩০০ রান টার্গেট করেছিলাম। কিন্তু পরের দিকে রানের গতি বাড়ানোয় এত রান হয়েছে। কেন এবং রচিনের জন্যই যা সম্ভব হয়েছে। তবে এখন মনে হচ্ছে ৩০০ করলে তা কম পড়ত।“
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এখনও পর্যন্ত আইসিসি নক-আউটে মোট চারবার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। হেড-টু-হেডে ৩-১ -এ এগিয়ে রয়েছে ব্ল্যাকক্যাপরা। ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (Champions Trophy Final) ভারতকে হারিয়ে প্রথমবার কোন আইসিসি ট্রফি জেতে তারা। এরপর ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনাল এবং ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে হারতে হয় স্যান্টনারদের কাছে। ২০২৩ সালের বিশ্বকাপ সেমিফাইনালেই মাত্র একবার ঘরের মাঠে তাদের হারায় ভারত।