নিউজ পোল ব্যুরো: ভোটার কার্ডের এপিক নম্বর দিয়ে প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। কমিশনের বিরুদ্ধে এনেছেন বড় অভিযোগ। এই নিয়ে এখন তোলপাড় রাজ্য তথা দেশ। ভূতুরে ভোটার ধরতে কমিটি গঠনও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ কতদূর এগালো তা নিয়েই ছিল আজ তৃণমূলের (TMC) কোর কমিটির বৈঠক। সেই বৈঠক শেষেই ভোটার কার্ডে ইউনিক আইডি (unique id in voter card) চালুর দাবিতে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরের ডেপুটেশন দিল তৃণমূলের নেতা মন্ত্রীরা।
দেশজুড়ে ইউনিক ভোটার আইডি চালুর দাবিতে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দেয় রাজ্য তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন রাজ্য তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মূলত বাংলার ভোটার তালিকা থেকে ভিন রাজ্যের ভুয়ো ও ভুতুড়ে ভোটারের নাম বাদ দেওয়ার দাবিতে এই স্মারকলিপি দেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এর মেগা কর্মী সমাবেশ থেকে ভোটার তালিকা ধরে ধরে দেখান যে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন সেটা এক বর্ণ মিথ্যা নয়। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একের পর এক ভুয়ো ভোটারের দৃষ্টান্ত তুলে ধরেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। তাদের অভিযোগ, “বাংলার ভোটকে প্রভাবিত করার জন্য বিজেপি চক্রান্ত করছে। অন্য রাজ্য থেকে ভোটার এনে তাদের নাম তুলেছে। অথচ সব জেনেও নির্বাচন কমিশন ঘুমিয়ে রয়েছে। অধিকাংশ জায়গায় বিএলও থাকেন না। এ ব্যাপারেও কমিশনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসের দাবি, অবিলম্বে নির্বাচন কমিশনকে সজাগ হতে হবে এবং ভুতুড়ে বা ভিন রাজ্যের ভোটার নয় বাংলার মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত করতে হবে।”
আরও পড়ুনঃ Jadavpur: যাদবপুরের ঘটনায় ব্রাত্য বসু-ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে FIR

তৃণমূলের(TMC) নেতা মন্ত্রীরা এদিন, ভারতীয় নির্বাচন কমিশনের রুল ২৮ অনুয়ায়ী দেশজুড়ে এপিক কার্ডে ইউনিক আইডি নম্বর চালু দাবি করেন। চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, “নিজেদের নিয়মের বাইরে গিয়ে নির্বাচন কমিশন করছে। যদিও এর আগে একাধিকবার রাজ্যের বিরোধীদলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ভোটের বুথে আধার কার্ড এবং ভোটার এপিক কার্ডের সংযুক্তিকরণ করিয়ে তারপরে ভোট দানের ব্যবস্থা চালু করতে হবে।” তৃণমূল নেতৃত্বের সাফ কথা, বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পড়াস্ত করতে না পারায় এটা নয়া চক্রান্ত শুরু করেছে বিজেপি। তৃণমূল নেত্রীর মন্ত্রব্যের পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়েছে তৃণমূল। বিজেপি নেতা তথা র এই অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, “পশ্চিমবঙ্গের মানুষরাই ভোট দেবে। উস্কানি মূলক কথা বলে ভোট ভন্ডুল করার চেষ্টা করছে বিজেপি।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/