নিউজ পোল ব্যুরো: সাহারা মরুভূমির (Sahara Desert) বুক চিরে এগিয়ে চলে এক বিশাল ট্রেন, যেন এক লৌহ সাপ! এই ট্রেনের শুরু আর শেষ খুঁজে পেতে সময় লেগে যায় ২০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ, ২০০ বগির বিশাল এই ট্রেনটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম(Longest Train) ও ভারী ট্রেনগুলোর মধ্যে অন্যতম। এটি হলো মরিশানিয়া এক্সপ্রেস (Mauritania Express), যা প্রতিদিন সাহারার উষ্ণ ও প্রতিকূল পরিবেশে ছুটে চলে।বিশ্বের দীর্ঘতম ট্রেনগুলোর মধ্যে অন্যতম হলেও এটি মূলত যাত্রীবাহী ট্রেন নয়। ট্রেনটি প্রতিদিন প্রায় ১৬ হাজার টন আকরিক লোহা (Iron Ore) বহন করে মরিশানিয়ার (Mauritania) লৌহ খনি থেকে দেশটির দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর নুয়াধিবৌ (Nouadhibou) পর্যন্ত। ৭০৬ কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগে প্রায় ২০ ঘণ্টা। এত বিশাল ও ভারী ট্রেন পরিচালনা করতে প্রয়োজন পড়ে ৩-৪টি শক্তিশালী লোকোমোটিভ ইঞ্জিন (Locomotive Engine)।
আরও পড়ুন:- Snake in Icecream Bar: মিষ্টির বদলে বিষ?
যদিও ট্রেনটি মূলত মালবাহী, তবুও সাহারা মরুভূমির স্থানীয় বাসিন্দারা এটিকে যাত্রীবাহী ট্রেন হিসেবেও ব্যবহার করেন। এক স্থান থেকে আরেক স্থানে যেতে তারা বিনামূল্যে এই ট্রেনে উঠে পড়েন। তবে গরম, ধুলা এবং প্রচণ্ড প্রতিকূল পরিবেশের কারণে এটি একেবারেই আরামদায়ক যাত্রা নয়। এই ট্রেনটির যাত্রা শুরু হয়েছিল ১৯৬৩ সালে, যখন মরিশানিয়ার লৌহ খনির আকরিক পরিবহনের জন্য এটি চালু করা হয়। তখন থেকে এটি দেশের অর্থনীতির (Economy) গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ২০০৯ সালে এটি(Longest Train) বন্ধ হয়ে গিয়েছিল, পরে আবার চালু করা হয়। সাধারণ পণ্যবাহী ট্রেন হলেও, এখানে প্রতিদিন এক অদ্ভুত জীবনযাত্রার চিত্র দেখা যায়। ট্রেনটির বিশাল খোলা বগিগুলোতে শুধু আকরিক লোহাই নয়, যাত্রীদেরও দেখা মেলে। কেউ পণ্য পরিবহন করেন, কেউ ব্যবসার কাজে যান, আবার কেউ যান গবাদি পশু নিয়ে। ট্রেনে ভেড়ার পালও (Sheep Transportation) তোলা হয়, যা স্থানীয়দের ব্যবসার অন্যতম মাধ্যম।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
ট্রেনে কিছু কিছু অংশে খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও পাওয়া যায়, যা মরুভূমির যাত্রীদের জন্য একমাত্র ভরসা। যদিও ট্রেনের যাত্রা খুবই কষ্টকর, তবে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার রোমাঞ্চ অনেকের জন্যই একবারের জন্য হলেও অভিজ্ঞতা নেওয়ার মতো। মরিশানিয়া এক্সপ্রেস শুধু একটি ট্রেন নয়, এটি সাহারা মরুভূমির শুষ্ক, নিষ্প্রাণ ভূখণ্ডে এক চলন্ত জীবনরেখা। একদিকে এটি মরিশানিয়ার অর্থনৈতিক চালিকা শক্তি, অন্যদিকে সাহারার মানুষের জন্য এটি যাতায়াতের একমাত্র ভরসা। সাহারার কঠোর বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেওয়া এই ট্রেনটি(Longest Train) এক অনন্য প্রকৌশল কীর্তি, যা মরুভূমির অন্ধকার পথ চিরে প্রতিদিন ছুটে চলে নিরবচ্ছিন্নভাবে।