নিউজ পোল ব্যুরো: হোলির (Holi) আগে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা জুড়ে অপরাধ দমনে বড় অভিযান চালিয়েছে জেলা পুলিশ প্রশাসন (Police Administration)। বেআইনি মদ (Illegal Liquor), জুয়ার ঠেক (Gambling Dens), এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে তল্লাশি চালিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ছয়শো জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনঃ Herbal Abir: দোলের আগে নয়া প্রয়াস পুরসভার
বেআইনি মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ:
জলপাইগুড়ি সহ ডুয়ার্স (Dooars) অঞ্চলে দোল উৎসবের আগে পুলিশ একাধিক অভিযান চালিয়ে কয়েক হাজার লিটার চোলাই মদ নষ্ট করেছে। পাশাপাশি বিপুল পরিমাণ মদের বোতলও বাজেয়াপ্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে (SP Umesh Khandbahale) জানিয়েছেন, বেঙ্গল এক্সাইজ আইনের (Bengal Excise Act) অধীনে ৫৭৬ লিটার বেআইনি মদ উদ্ধার করা হয়েছে এবং ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, ৬০৪ বোতল অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

জুয়া এবং অন্যান্য অপরাধ দমনে অভিযান:
অভিযানের সময় একাধিক জুয়ার ঠেকে (Gambling Spots) হানা দিয়ে নগদ ১২ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, ৬৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (Arrest Warrant) জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
রংয়ের উৎসবের (Holi) আগে নাকা তল্লাশি এবং হোটেল-রেস্তোরাঁয় হানা:
পুলিশ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি নাকা তল্লাশি (Naka Checking) চালিয়েছে। উর্ধ্বতন পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে রাস্তার ধারের লাইন হোটেল (Roadside Hotels), ধাবা (Dhabas), এবং রেস্তোরাঁয় (Restaurants) আচমকা অভিযান চালানো হয়েছে, যেখানে বেআইনি কার্যকলাপের (Illegal Activities) অভিযোগ ছিল। ডুয়ার্সের (Dooars) বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা (Cannabis) ও আফিম (Opium) চাষ নষ্ট করেছে পুলিশ। অপরদিকে, মোটর ভেহিকেল আইনের (Motor Vehicle Act) ধারায় ৬৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই অভিযানের ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির (Law and Order) উন্নতি হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।