নিউজ পোল ব্যুরো: বলিউডের অন্যতম আইকনিক সিনেমা থ্রি ইডিয়টস (Three Idiots)। ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবি দর্শকদের মনে আজও অমলিন। আমির খান, মাধবন, শারমন জোশী এবং বোমান ইরানির দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি এমন একটি চরিত্র ছিল, যিনি সিনেমাটিকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছিলেন—তিনি চতুর রামলিঙ্গম ওরফে ‘সাইলেন্সার’ (Silencer)। চরিত্রটিতে অভিনয় করেছিলেন ওমি বৈদ্য (Omi Vaidya)। তাঁর কূট বুদ্ধি, মজার হিন্দি উচ্চারণ এবং বিখ্যাত ‘ভাষণ’ (speech) আজও মিম কালচারের (Meme Culture) অন্যতম অংশ। কিন্তু এত বছর পর তিনি এখন কোথায়? কী করছেন?
আরও পড়ুন:- Malaika- Arbaaz: পরকীয়া নয়! মালাইকা-আরবাজের বিচ্ছেদের কারণ প্রকাশ্যে

থ্রি ইডিয়টস-এর সাফল্যের পর ওমি বৈদ্য (Omi Vaidya) আরও কিছু সিনেমায় অভিনয় করেছিলেন, যার মধ্যে অন্যতম দিল তো বাচ্চা হ্যায় জি (Dil Toh Baccha Hai Ji)। এই ছবিতে তিনি কমেডি চরিত্রে ছিলেন, যেখানে ইমরান হাশমি (Emraan Hashmi) এবং অজয় দেবগনের (Ajay Devgn) সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। কিন্তু এরপর বলিউড থেকে প্রায় হারিয়ে যান তিনি। অনেকেই ভেবেছিলেন, হয়তো অভিনয় ছেড়ে দিয়েছেন, কিন্তু আদতে তা নয়। সম্প্রতি ওমি বৈদ্যের কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে একেবারে নতুন রূপে দেখা গিয়েছে। আগের সেই ‘চতুর’-এর বদলে এখন তিনি আরও কুল এবং ফাঙ্কি (Funky)। উজ্জ্বল রঙের শার্ট, নীল ডেনিম (Denim), গলায় চেইন, চোখে স্টাইলিশ চশমা—সব মিলিয়ে তাঁর বর্তমান লুক সত্যিই নজরকাড়া। ওমি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ সক্রিয়। নিজের জীবনের নানা মুহূর্ত নিয়মিত ভাগ করে নেন ফলোয়ারদের সঙ্গে। শুধু স্টাইল নয়, তাঁর কেরিয়ারেও বেশ পরিবর্তন এসেছে। তিনি বেশ কিছু ওয়েব সিরিজ (Web Series) এবং আন্তর্জাতিক প্রোজেক্টেও কাজ করেছেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
ওমি বৈদ্য (Omi Vaidya) হয়তো এখন বলিউডে খুব বেশি কাজ করছেন না, তবে তাঁর জনপ্রিয়তা এতটুকু কমেনি। তাঁর থ্রি ইডিয়টস-এর বিখ্যাত সংলাপ (Dialogues) এবং দৃশ্য আজও মিম হিসেবে ঘুরে বেড়ায় ইন্টারনেটে। নেটিজেনরা (Netizens) এখনও তাঁকে মনে রেখেছেন ‘সাইলেন্সার’ হিসেবেই। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তাঁর লুক, বদলেছে কেরিয়ার গ্রাফ, কিন্তু দর্শকদের মনে তিনি আজও চিরসবুজ এক চরিত্র হয়ে রয়ে গেছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z