নিউজ পোল ব্যুরো: বিপাকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্যের জবাবে ‘ঠুসে দেব’ পাল্টা জবাব দেওয়ার পর শো-কজ করা হয়েছে তৃণমূলের তরফে। যদিও তার জবাবও দিয়েছেন তৃণমূল বিধায়ক। তবে তাঁর মন্তব্য থেকে অনড় ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। সূত্রের খবর হুমায়ুন কবীরের সেই জবাবে নাকি খুশি নয় তৃণমূল নেতৃত্ব। তাই এবার তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।
আগামীকাল মঙ্গলবার সশরীরে হুমায়ুন কবীরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গত সপ্তাহে তৃণমূল বিধায়কে শো-কজ করেন। চাওয় হয় জবাব। সেই একপাতা শো-কজের জবার দুই পাতার চিঠি লিখে দিয়েছিলেন হুমায়ুন। কিন্তু তিনি তাঁর বক্তব্য থেকে অনড় ছিলেন। তিনি বলেছিলেন, “আমার কাছে দল পরে, জাতি আগে। আমার জাতিকে আক্রমণ করলে আমি ছেড়ে দেব না।” তাড় পরেই এবার তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হল। দল কি তাহলে হুমায়ুন কবীরকে নিয়ে আরও কোনও বড় পদক্ষেপ নিতে চলেছে তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর গুঞ্জন সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, গত সপ্তাহে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর মুসলিম বিধায়কদের ‘চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলা’ দেওয়ার কথা বলেছিলেন। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। শুভেন্দুর সেই মন্তব্যে পালটা জবাবে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বলেছিলেন, “আমাকে মারতে এলে রসগোল্লা খাওয়াব নাকি? ঠুসে দেব। ক্ষমতা থাকলে মুর্শিদাবাদে আসুন, দেখে নেব।” এই থেকেই শুরু হয় বাকযুদ্ধ।
আরও পড়ুনঃ Humayun Kabir: হুমায়ূন কবীরের ‘ঠুসে দেব’ মন্তব্যে তৃনমূলের রোষ!
সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে তৃণমূল নেতা বলেছিলেন, “আমার জাতের ওপর আক্রমণ করা হবে আর আমি ছেড়ে দেব? সবার আগে আমার ধর্ম, তারপর দল।” তার পরেই তাঁকে শো-কজ করা হয়। তারই জবাবে হুমায়ুন বলেছেন, তিনি দলের নামে নয় ব্যক্তি হিসেবে শুভেন্দুর কথার প্রতিবাদ করেছেন। তাঁর জবাব ছিল, “হুমায়ুন বলেন, আমার জন্ম হয়েছে ১৯৬৩ সালে। যখন জন্মেছি, তখন তৃণমূলের কোনও অস্তিত্ব ছিল না। আমি তৃণমূল বা কংগ্রেস হিসেবে জন্মাইনি। মুসলিম মায়ের পেটে জন্মেছি। জীবন থাকতে দ্বিচারিতা করতে পারব না। আমি আগে একজন মুসলিম, তারপর দলের নেতা, তারপর দলের অনুগত সৈনিক।” তৃণমূল দলের মান নষ্টের জন্য এবার হুমায়ুনকে (Humayun Kabir) নিয়ে কি পদক্ষেপ নেবে সেই দিকেই নজর থাকছে রাজনৈতিক মহলের।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/