নিউজ পোল ব্যুরো: বিশ্ব ফুটবলের (World Football) সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ — আর্জেন্টিনা বনাম ব্রাজিল (Argentina vs Brazil) রয়েছে আগামী ২৬ মার্চ। কিন্তু তাতে খানিক হলেও ভোল্টেজ কমে গেল। কারণ দুই তারকার চোট। যাদের কারণে এই ম্যাচকে ঘিরে এত উত্তেজনা এত উন্মাদনা সেই দুই তারকা ফুটবলারই নামবেন না মাঠে। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন নেইমার (Neymar Jr)। আর এবার বাদ গেলেন লিওনেল মেসিও (Lionel Messi)। সোমবার একথা জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। উরুগুয়ের (Argentina vs Uruguay) বিরুদ্ধেও খেলবেন না মেসি।
আরও পড়ুন: Neymar Jr: ফিরলেন নেইমার
মেসি-নেইমার (Messi vs Neymar) দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে ছিল ফুটবল বিশ্ব। কিন্তু ফিফা বিশ্বকাপ ২০২৬ -এর যোগ্যতা অর্জন পর্বে তা আর হচ্ছে না এখন। ৩৩ জনের প্রাথমিক দলে থাকলেও সোমবার আর্জেন্টাইন কোচ যে ২৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন তাতে মেসির (Lionel Messi) নাম নেই। যা নিয়ে শুরু হয় জল্পনা। আর্জেন্টাইন ফুটবল সংস্থার পক্ষ থেকে কিছু না জানানো হলেও সূত্রের খবর চোট পেয়েছেন মেসি। গত রবিবার ইন্টার মিয়ামি বনাম আটলান্টা ইউনাইটেড ম্যাচে বাঁ পায়ে আঘাত পেয়েছেন তিনি। অতিরিক্ত চাপ যাতে না পড়ে সেই কারণে পরপর তিন ম্যাচ বিশ্রামে ছিলেন তিনি। আটলান্টার বিরুদ্ধে নেমে প্রথম গোলটিও করেন মেসিই। মিয়ামি ২-১ গোলে ম্যাচ জেতে কিন্তু আবার চোট পান এলএম ১০।
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে মিয়ামি কোচ জ্যাভিয়ার ম্যাসচেরানো বলেন, “আমরা মেসির (Lionel Messi) ওপর যাতে বেশি চাপ না পড়ে সেই বিষয়ে সতর্ক ছিলাম। আমারা আমাদের মত করে চেষ্টা করেছিলাম। নাহলে ওর চোট আরও বাড়তে পারত। এখানকার চিকিৎসকদের সঙ্গে আর্জেন্টিনার জাতীয় দলের চিকিৎসকরা যোগাযোগ রেখে চলেছেন। ওরাই এই ব্যাপারে সবথেকে ভাল আভাস দিতে পারবেন।“
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
বাছাইপর্বে দক্ষিণ আমেরিকার গ্রুপে ১২টি ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আগামী শুক্রবার দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের মুখোমুখি হবে তারা এবং ২৬ তারিখ পঞ্চম স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে নামবে আলবিসেলেস্তে। যার আগেই মেসির (Lionel Messi) ছিটকে যাওয়া বড় ধাক্কা আর্জেন্টিনা শিবিরে। তবে শুধু সাতবারের ব্যালন ডি’অর জয়ীর অনুপস্থিতিই নয় আর্জেন্টিনাকে ভোগাবে পাওলো দিবালা, গঞ্জালো মন্টিয়েল এবং জিওভানি লো সেলসোর না থাকাও।